Siliguri News: IPL-র মরশুমে SCL-এ মজেছে শিলিগুড়ি

Last Updated:

অগ্রগামী সুপার জায়েন্ট, বাঘাযতীন নাইট রাইডার্স, স্বস্তিকা সুপার কিংস, মুখার্জি চ্যালেঞ্জার্স, বিএসকে রয়্যালর্স, এনএফ রেলওয়ে টাইটানস মালিগাঁও, ঝাড়খন্ড ক্যাপিটালস, নকশালবাড়ি সানরাইজার্স এমন‌ই সব দলের নাম শহরভিত্তিক এই ক্রিকেটে লিগের।

+
title=

শিলিগুড়ি: ধুম ধারাক্কা করে চলছে আইপিএল। জনপ্রিয়তম ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগের ষোড়শতম সংস্করণ ঘিরে মেতে আছেন ক্রীড়াপ্রেমীরা। ঠিক এই সময় শিলিগুড়ি মেতেছে এসসিএল-এ। আইপিএলের ধাঁচেই আয়োজিত হচ্ছে শিলিগুড়ি চ্যালেঞ্জার্স লিগ এসসিএল।
শিলিগুড়ি শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এসসিএল-র উদ্বোধন হয়েছে। পাঁচদিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল হবে ৭ মে৷ মূলত শহরের ক্রিকেটপ্রেমী মানুষদের কথা মাথায় রেখে এবং স্থানীয় ক্রিকেটারদের প্রতিভা সবার সামনে তুলে ধরতেই এসসিএল আয়োজন করা হয়েছে। আইপিএলের ধাঁচে এই টুর্নামেন্ট ঘিরে উচ্ছ্বাসের ঢেউ শহরে।
আচ্ছা, শিলিগুড়িতে যদি আইপিএল খেলা হত তবে টিমগুলোর নাম কী হত? সেই কল্পনা থেকেই এসসিএল-র টিমগুলোর মজার মজার সব নাম দেওয়া হয়েছে। অগ্রগামী সুপার জায়েন্ট, বাঘাযতীন নাইট রাইডার্স, স্বস্তিকা সুপার কিংস, মুখার্জি চ্যালেঞ্জার্স, বিএসকে রয়্যালর্স, এনএফ রেলওয়ে টাইটানস মালিগাঁও, ঝাড়খন্ড ক্যাপিটালস, নকশালবাড়ি সানরাইজার্স এমন‌ই সব দলের নাম শহরভিত্তিক এই ক্রিকেটে লিগের। ক্রিকেট নিয়ে এমন চমকপ্রদ আয়োজন করেছে শিলিগুড়ির স্বস্তিকা যুবক সংঘ।
advertisement
advertisement
অসম, ঝাড়খণ্ড, রেলের টিম সহ মোট ৮ টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আইপিএল-র ধাঁচে মাঠে বড় স্ক্রিন, মিউজিক সিস্টেম, চিয়ার লিডার, রঙিন জার্সি এবং ফ্লাড লাইটের আলোয় খেলা হওয়ায় উচ্ছ্বসিত দর্শকরা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে এক তারকা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। খেলা চলাকালীন বেশ কিছু ক্ষেত্রে খেলোয়াড় ও দর্শকদের জন্য রয়েছে আর্কষণীয় পুরস্কার। এই টুর্নামেন্ট ঘিরে ক্রিকেট প্রেমীদের উচ্ছ্বাস-উন্মাদনা চোখে পড়ার মত।
advertisement
এসসিএল প্রসঙ্গে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট আধিকারিক তথা এই প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা মনোজ বর্মা বলেন, শিলিগুড়ির ক্রিকেটপ্রেমী মানুষদের জন্য‌ই এমন আয়োজন। এই ক্রিকেট লিগের উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি বলেন, খেলা, শিক্ষা, সংস্কৃতি আমাদের উন্নতির এক একটা ধাপ। সেই ধাপের‌ই একটা অঙ্গ এই ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন ক্রিকেট প্রতিভা উঠে আসবে বলে তিনি আসা প্রকাশ করেন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: IPL-র মরশুমে SCL-এ মজেছে শিলিগুড়ি
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement