Siliguri News: পক্ষাঘাতগ্রস্তদের জীবনে ফেরাতে মন্দিরে গড়ে উঠেছে রিহ্যাব সেন্টার

Last Updated:

রিহ্যাব সেন্টারের কথা আমরা অনেকেই জানি। নানান জায়গা সেগুলো থাকে। কিন্তু তা বলে মন্দিরের ভিতরে রিহ্যাব সেন্টার! আর ঠিক এখানেই যেন একটি উপাসনালয়ের আসল উদ্দেশ্য স্বার্থক হয়ে ওঠে

+
title=

শিলিগুড়ি: ব্রেন স্ট্রোক কিংবা দুর্ঘটনায় অনেকেই প্রতি বছর নিজেদের হাঁটাচলার ক্ষমতা হারিয়ে ফেলেন। শুধুমাত্র শারীরিক দিক থেকেই নয়, মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন তাঁরা। সেই পক্ষাঘাতগ্রস্তদের জীবনে নতুন দিশা দেখাচ্ছে দাগাপুরের লোকনাথ মন্দির। ওই মন্দিরে তৈরি হয়েছে রিহ্যাব সেন্টার। সেখানে পক্ষাঘাতগ্রস্তদের শরীরচর্চা, মানসিক জোর বাড়ানোর পাশাপাশি, ফিজিওথেরাপি সহ একাধিক চিকিৎসা প্রক্রিয়া চলছে। এছাড়া তাঁদের জন্য থাকছে খেলাধুলোর ব্যবস্থা।
জানা গিয়েছে, পক্ষাঘাতগ্রস্তদের প্রশিক্ষণ দেবেন দুর্ঘটনা থেকে সরে ওঠা প্রশিক্ষকরা। যারা নিজেরাও একসময় কোনও না কোনও দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। এমনটাই জানিয়েছেন প্রজেক্ট ম্যানেজার সুব্রত সরকার। এছাড়াও তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্যই তৈরি এই রিহ্যাব সেন্টার। হাঁটা চলার ক্ষমতা হারিয়ে যাওয়ার পর অনেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তাই তাঁদের সব ধরনের প্রশিক্ষণ এখানে দেওয়া হবে। তাঁদের ন্যূনতম খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
advertisement
advertisement
হুইল চেয়ারে বসেই প্রশিক্ষক অপূর্ব সামন্ত বলেন, "আমি নিজে হুইল চেয়ারে বসে সারা দেশ ভ্রমণ করছি, খেলাধুলাও করছি। আমি যদি করতে পারি তাহলে সকলেই করতে পারবে। তাই মানসিকভাবে উৎসাহ জোগাতে আমি সবসময় তাদের পাশে রয়েছি। আমার মনে হয় আমাকে দেখলে ওদেরও মনোবল বাড়বে।" কীভাবে হুইল চেয়ার নিয়ে চলাফেরা করতে হয়, কীভাবে সারাদিন শরীরকে সচল রাখা যায় সেই সব কিছু এখানে শেখানো হবে। প্রোজেক্ট ম্যানেজার সুব্রত সরকার বলেন, দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্তদের জন্য এই ধরনের রিহ্যাবের ব্যবস্থা আমাদের দেশে খুব কম রয়েছে। এক জায়গায় থাকতে থাকতে বেডসোর, হুইলচেয়ারে চলাফেরার সমস্যা সহ একাধিক সমস্যাগুলিকে কীভাবে কাটানো যাবে তার প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে একসঙ্গে ২০ জনের থাকার ব্যবস্থা নিয়ে রিহ্যাব সেন্টারটি শুরু হয়েছে। মন্দির কমিটির সভাপতি সুব্রত সাহা জানান, এই ধরনের কোনও রিহ্যাব সেন্টার শিলিগুড়ি বা উত্তরবঙ্গে হয়ত নেই। আশা রাখছি এই প্রচেষ্টা সফল হবে ও অনেক মানুষ উপকৃত হবেন। তিনি আরও বলেন, এটি একটি ছোট্ট প্রচেষ্টা যাতে প্রত্যেকটি মানুষ সুন্দরভাবে বাঁচতে পারেন।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পক্ষাঘাতগ্রস্তদের জীবনে ফেরাতে মন্দিরে গড়ে উঠেছে রিহ্যাব সেন্টার
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement