Siliguri: জাবরাভিটা ভিআইপি রোডের দশা বেহাল! চরম ভোগান্তি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শিলিগুড়ির জাবরাভিটা অঞ্চলের ভিআইপি রোডের শোচনীয় অবস্থা। এই ভিআইপি রোড এলাকার অন্যতম প্রধান রাস্তা কিন্তু এই রাস্তায় হয়ে উঠেছে মরণ ফাঁদ।
#শিলিগুড়ি : শিলিগুড়ির জাবরাভিটা অঞ্চলের ভিআইপি রোডের শোচনীয় অবস্থা। এই ভিআইপি রোড এলাকার অন্যতম প্রধান রাস্তা কিন্তু এই রাস্তায় হয়ে উঠেছে মরণ ফাঁদ। দীর্ঘ কয়েক কিলোমিটার রাস্তায় রয়েছে বড় বড় গর্ত যেকোনো মুহর্তে বড়সড়ো পথ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে স্থানীয় বাসিন্দারা বলে অভিযোগ তাদের । কিন্তু এবার স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি তুলে সরব হলেন। এলাকায় যে রাস্তা রয়েছে তা দেখে বোঝার উপায় নেই। সমস্ত এলাকা জুড়ে রয়েছে বড় বড় গর্ত। মূলত বেশিরভাগ বড় বড় ট্রাক এর রাস্তা দিয়ে যাতায়াত করে সামনেই প্রধান সড়ক ইস্টার্ন বাইপাস এবং এই রাস্তাটি অন্যতম একটি যোগাযোগ কারি রাস্তা।
advertisement
পাশেই ইন্ডিয়ান অয়েল সহ একাধিক গোডাউন থাকায় বহু ট্রাক এই রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে রাস্তা ঠিক রাখা সম্ভব হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এছাড়াও এলাকাবাসীদের অভিযোগ এই রাস্তা অনেকটা বড় এবং বহু মানুষকে হেঁটে এই পথ অতিক্রম করতে হয়। রাস্তা দিয়ে টোটো যাতায়াত করতে গিয়ে অনেক সময় টোটো উল্টে গিয়ে আহতও হয়েছেন কিছু ব্যক্তি।
advertisement
বহুদিন ধরেই অভিযোগ জানানো হলেও এই রাস্তা এখনো ঠিক করা হয়নি। আশেপাশের স্থানীয় লোকেরা সবাই মিলেই নিজেরাই মাটি ফেলে রাস্তা উঁচু করে কিছুটা রেহাই পাওয়ার চেষ্টা করলেও সুরাহা হয়নি। \"একটু বর্ষা হলেই জল জমে যায় , রাস্তায় পুকুরের মত বড় গর্ত, রাস্তা ঘাট দিয়ে চলা দুর্বিসহ হয়ে ওঠে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে\" বলে জানান স্থানীয় বাসিন্দা।
advertisement
এ প্রসঙ্গে এলাকার বাসিন্দা রাজেন্দ্র সাহানি জানান, \"আমরা দীর্ঘদিন এই সমস্যা দেখে এসেছি। রাস্তার পাশেই আমার বাড়ি। রাস্তায় এত বড় বড় গর্ত যেকোনো সময় ট্রাক উল্টে পড়ে যেতে পারে। আমরা আতঙ্কে থাকি যে কোনো দুর্ঘটনার সম্মুখীন না হতে হয়। কিছুদিন আগে গর্ত রাখার জন্য বালি পাথর দিয়ে দেওয়া হলেও বৃষ্টিতে সমস্ত ধুয়ে আবার সেই করতে দেখা দিয়েছে আমরা চাই দ্রুতই সমস্যার সমাধান হোক। \"
advertisement
Anirban Roy
Location :
First Published :
September 07, 2022 1:34 PM IST