Siliguri News: লক্ষাধিক টাকার মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার দুই মহিলা সহ এক যুবক

Last Updated:

Siliguri News: জানা গেছে বুবাই ঘোষ মাদক চোরাচালানের মাস্টার মাইন্ড।প্রায় ৪ বছর আগে বুবাই ঘোষকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা দীর্ঘদিন ধরে বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে আনতো এবং বুবাই তা বিক্রির ব্যবস্থা করত।

বাসে করে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
বাসে করে গাঁজা পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
শিলিগুড়ি: ফের মাদক পাচারের পরিকল্পনাকে ভেস্তে দিল পুলিশ। মাদক চোরাচালানের অভিযোগে এক পুরুষ সহ দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা এনবিএসটিসি বাসস্ট্যান্ডের ভিতরে দুই ব্যাগ ভর্তি গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় পুলিস। ধৃত ব্যক্তির নাম বুবাই ঘোষ এবং দুজন মহিলার নাম লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, বুবাই শিলিগুড়ির টিকিয়াপাড়া ও লীলা এবং সন্ধ্যা শিলিগুড়ির ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এস ও জি সূত্রে জানা গিয়েছে, বুবাই ঘোষের সঙ্গে লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা এনবিএসটিসি বাসস্ট্যান্ডের ভিতরে দুটি ব্যাগ রেখে মাদক পাচারের পরিকল্পনা করছিল। গোপন সুত্রে এই খবর পাওয়া মাত্রই, এসওজি ও প্রধান নগর থানার পুলিশ যৌথ অভিযান চালায়। সেই সময় এনবিএসটিসি- বাস টার্মিনার্সের ভিতরে এই তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর তিনজনকে তল্লাশি করে প্রচুর গাঁজা উদ্ধার করে এসওজি।
advertisement
পুলিশ সূত্রে জানা গেছে বুবাই ঘোষ মাদক চোরাচালানের মাস্টার মাইন্ড। প্রায় ৪ বছর আগে বুবাই ঘোষকে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। লীলা চৌধুরী ও সন্ধ্যা সাহা দীর্ঘদিন ধরে বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে আনত এবং বুবাই তা বিক্রির ব্যবস্থা করত। ছোট ছোট প্যাকেট তৈরি করে গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রি করত এই চক্র। পুলিশ সূত্রে জানা গেছে, এবার গাঁজা বিহারে পাঠানোর পরিকল্পনা ছিল ধৃতদের।
advertisement
advertisement
তিন ধৃতদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক লক্ষাধিক টাকা। এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করার পর আজ বুবাই ঘোষ, লীলা চৌধুরী এবং সন্ধ্যা সাহাকে শিলিগুড়ি আদালতে হাজির করে প্রধান নগর থানা পুলিশ। এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: লক্ষাধিক টাকার মাদক পাচারের পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, গ্রেফতার দুই মহিলা সহ এক যুবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement