Siliguri: নতুনরূপে সাজছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
উত্তরবঙ্গে বৃহত্তম স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী এবং ক্রিড়া ও যুব কল্যান দফতর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে শিলিগুড়ি পুরনিগমকে।
#শিলিগুড়ি : উত্তরবঙ্গে বৃহত্তম স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী এবং ক্রিড়া ও যুব কল্যান দফতর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছে শিলিগুড়ি পুরনিগমকে। পুরনিগমের মেয়র গৌতম দেব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শন করেন। যুব কল্যাণ দপ্তর ও শিলিগুড়ি নিগমের একটি বৈঠকও করা হয়। বৈঠকের বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব এই বিষয়টি জানান সাজিয়ে তোলা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। এবার রাজ্য নেতৃত্ব থেকে এই স্টেডিয়ামেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেয়ে প্রাথমিক পর্যায়ে ৪০ লক্ষ টাকা খরচ করে স্টেডিয়ামের ভোল বদল করার লক্ষ্যমাত্রা নিয়েছে পুরনিগম।
advertisement
গৌতম দেব বলেন, ডিসেম্বর মাসের মধ্যেই স্টেডিয়ামের কাজ শুরু করে দেওয়া হবে। কলকাতা এমনকি দিল্লির আর্কিটেক্ট দিয়ে স্টেডিয়ামের ডিজাইন করা হবে। এছাড়াও তিনি আরো জানান,দুর্গাপুজোর পরেই খুলে দেওয়া হচ্ছে শিলিগুড়ির ইনডোর স্টেডিয়াম। খুলে দেওয়া হবে বিকাশ ঘোষ মেমোরিয়াল সুইমিং পুলটিও। যুব কল্যাণ দফতরের তরফে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটির আমূল সংস্কার করার কথা বলা হলেও তা করা হয়নি।
advertisement
স্টেডিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থা। তাই যুব কল্যাণ দফতর পাঁচ বছরের জন্য স্টেডিয়াম শিলিগুড়ি পুরোনো নিয়মের হাতে তুলে দেয় টাকা দিয়ে স্টেডিয়ামের কিছু কাজ করা হচ্ছে। এর জন্য আর্কিটেক্টদের সঙ্গে কথা বলা হচ্ছে যুব কল্যাণ দফতরের তরফেও টাকা বরাদ্দ করা হবে। দুটো বড় হলঘর চেঞ্জ রুম ফেন্সিং ও সৌন্দর্যায়নের কাজ করা হবে। পাশাপাশি ড্রেনের সিস্টেম সংস্কারের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে।
advertisement
মেয়রের সংযোজন \"ক্রীড়াদীপ্তি সুন্দর করে তৈরি করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে। প্রাথমিক পর্যায়ে স্টেডিয়ামের ফসিন ব্লকের ওপর সেট তৈরি করার পরিকল্পনা রয়েছে পরবর্তীতে গোটা মাটিতে সেট দেওয়া হবে তৈরি করার কথা ভাবা হচ্ছে তার ওপর ভলিবল বাস্কেট বল খেলানোর পরিকল্পনাও করা হচ্ছে।\"সব মিলিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম নতুনরূপে সাজতে চলেছে এতে খুশি খেলা প্রেমী মানুষেরা।
advertisement
Anirban Roy
Location :
First Published :
August 25, 2022 3:18 PM IST