Viral Bengali Rapper Brishti: বৃষ্টিকে চেনেন? বাংলা র‍্যাপ গেয়ে রাতারাতি ভাইরাল এই মাধ্যমিক পরীক্ষার্থী! শুনুন

Last Updated:

Viral Bengali Rapper Brishti: কোটি কোটি মানুষ দেখেছে তার ভিডিও। কিছুদিন আগেই বাড়িতে বসে নিজেরই লেখা কবিতাকে র‍্যাপ বানিয়ে ইন্টারনেটে ছাড়তেই শোরগোল পড়েছিল গোটা দুনিয়ায়। মিলিয়নে লোক মেতেছে তার ওই গানের ভিডিওতে।

+
বাংলা

বাংলা র‍্যাপ গেয়ে রাতারাতি ভাইরাল

অনির্বাণ রায়, শিলিগুড়ি : বাংলা র‍্যাপ গেয়ে রাতারাতি বিখ্যাত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আমবাগানের মেয়ে বৃষ্টি পাল। থুড়ি "ok ishani" । আসলে ,"ওকে ঈশানি" হল তার স্টেজের নাম। বয়স তার ১৬, সামনেই মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে বৃষ্টি। বাড়ির একমাত্র মেয়ে বাংলা র‍্যাপ গেয়ে বিখ্যাত হয়েছে। খুশি তার বাবা মা। কোটি কোটি মানুষ দেখেছে তার ভিডিও। কিছুদিন আগেই বাড়িতে বসে নিজেরই লেখা কবিতাকে র‍্যাপ বানিয়ে ইন্টারনেটে দিতেই শোরগোল পড়েছিল গোটা দুনিয়ায়। অগণিত লোক মেতেছে তার ওই গানের ভিডিওতে।
র‍্যাপ কালচার কীভাবে আসা? সেকথা জিজ্ঞেস করলে বৃষ্টি বলে ছোটবেলা থেকেই কবিতা লিখতে তার ভাল লাগত। তাই কবিতা লেখার চর্চা তার বরাবরই ছিল। ক্লাস এইটে পড়াকালীন সে কবিতা লেখা শুরু করে। স্থানীয় একটি ইউটিউব চ্যানেলে ইসলামপুরের কিছু দাদাদের র‍্যাপ দেখে সে অভিভূত হয়ে যায়। তারপর নিজের লেখা কবিতাগুলোকে ছন্দে ফেলে প্র্যাকটিস করা শুরু করে সে। তারপরেই কেল্লাফতে। ইন্টারনেটে আসতেই তার ভিডিও ভাইরাল হয়ে যায়। কোটি কোটি লোক তার ভিডিও দেখে তাকে বাহবা দিয়েছেন।
advertisement
আরও পড়ুন :  ইমিউনিটি বাড়াতে জুড়িহীন! এই শাক চাষে উৎসাহ বাড়াতে উদ্যোগ কৃষি দফতরের
বৃষ্টি জানিয়েছে, "আমি ভাবতেও পারিনি আমার এই ভিডিও এতটা ভাইরাল হবে। এত লোক আমাকে দেখবে। আমার বরাবরই ইচ্ছা একজন র‍্যাপ আর্টিস্ট হওয়ার। বাড়ির অবস্থা খুব একটা ভাল নয় তাই বাবা গানের স্কুলে দিতে পারেনি। নিজে থেকেই দেখে দেখে শিখেছি।  আমি সকলের উদ্দেশে বলতে চাই আমি যদি পারি তাহলে সকলেই পারবে।"
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Viral Bengali Rapper Brishti: বৃষ্টিকে চেনেন? বাংলা র‍্যাপ গেয়ে রাতারাতি ভাইরাল এই মাধ্যমিক পরীক্ষার্থী! শুনুন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement