Siliguri Durga Puja 2022 II আসছে বছর আবার হবে! এই ধ্বনিতে মুখরিত শিলিগুড়ির সাহু নদীর নিরঞ্জন ঘাট

Last Updated:

বিষাদের বিজয়া। আসছে বছর আবার হবে এই সুরেই মায়ের বিসর্জনে ভিড় সাহু নদীর পাড়ে।বিসর্জনের ব্যথায় ব্যথিত ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও ভক্তদের পূজা-অর্চনায় গতকাল ছিল বিদায়ের সুর।

+
title=

#শিলিগুড়ি : বিষাদের বিজয়া। আসছে বছর আবার হবে এই সুরেই মায়ের বিসর্জনে ভিড় সাহু নদীর পাড়ে।বিসর্জনের ব্যথায় ব্যথিত ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও ভক্তদের পূজা-অর্চনায় গতকাল ছিল বিদায়ের সুর। আজ বুধবার শুভ বিজয়া দশমী। সবচেয়ে বড়উৎসব শারদীয়া দুর্গোৎসব শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন দেবী দুর্গা। বিসর্জনের উদ্দেশ্যে বারোয়ারী ও বনেদি বাড়ির ঠাকুর গুলোর বিসর্জন হতে দেখা গেল সাহু নদীর নিরঞ্জন ঘাটে।
একে একে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়ার শোভাযাত্রা সকল ক্লাবগুলো। সাহু নদীর নিরঞ্জন ঘাটে নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হলো প্রতিমা। মহানবমীর দিনও আগের দিনের মতো শিলিগুড়ির পূজা মণ্ডপগুলোতে মানুষের ঢল নেমেছিল। হাজার হাজার দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মানুষের প্রতি শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন। বিশ্বাস পরিবারের এক সদস্যা জানান, প্রতিবারই বিসর্জনের দিন একটু মন খারাপ হয়। তবে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় আনন্দও উৎসাহের সাথে মায়ের বিসর্জন দিয়ে বিশ্বাস বাড়ির লোকেরা আজ বাড়ি ফিরে গেলো।
advertisement
advertisement
Anirban Roy
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri Durga Puja 2022 II আসছে বছর আবার হবে! এই ধ্বনিতে মুখরিত শিলিগুড়ির সাহু নদীর নিরঞ্জন ঘাট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement