#শিলিগুড়ি : বিষাদের বিজয়া। আসছে বছর আবার হবে এই সুরেই মায়ের বিসর্জনে ভিড় সাহু নদীর পাড়ে।বিসর্জনের ব্যথায় ব্যথিত ঢাক-কাঁসরের বাদ্যি-বাজনা, রাত্রি উজ্জ্বল করা আরতি ও ভক্তদের পূজা-অর্চনায় গতকাল ছিল বিদায়ের সুর। আজ বুধবার শুভ বিজয়া দশমী। সবচেয়ে বড়উৎসব শারদীয়া দুর্গোৎসব শেষ হলো প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। মর্ত্যলোক ছেড়ে বিদায় নেবেন দেবী দুর্গা। বিসর্জনের উদ্দেশ্যে বারোয়ারী ও বনেদি বাড়ির ঠাকুর গুলোর বিসর্জন হতে দেখা গেল সাহু নদীর নিরঞ্জন ঘাটে।
একে একে সম্মিলিত বাদ্যি-বাজনা, মন্ত্রোচ্চারণ ও পূজা-অর্চনার মধ্য দিয়ে বিজয়ার শোভাযাত্রা সকল ক্লাবগুলো। সাহু নদীর নিরঞ্জন ঘাটে নদীর জলে একে একে বিসর্জন দেওয়া হলো প্রতিমা। মহানবমীর দিনও আগের দিনের মতো শিলিগুড়ির পূজা মণ্ডপগুলোতে মানুষের ঢল নেমেছিল। হাজার হাজার দর্শনার্থী মণ্ডপগুলোতে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করেছেন।
আরও পড়ুনঃ শিলিগুড়ির এই মন্ডপ যেন জীবনযাত্রার প্রতিবিম্ব! থিমের নাম সংসার
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মানুষের প্রতি শুভ বিজয়ার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন। বিশ্বাস পরিবারের এক সদস্যা জানান, প্রতিবারই বিসর্জনের দিন একটু মন খারাপ হয়। তবে আগামী বছরের দুর্গাপুজোর অপেক্ষায় আনন্দও উৎসাহের সাথে মায়ের বিসর্জন দিয়ে বিশ্বাস বাড়ির লোকেরা আজ বাড়ি ফিরে গেলো।
Anirban Royনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।