Siliguri News: দুর্গাপুজোয় এবার বড় চমক দিচ্ছে শিলিগুড়ির নবীন সংঘ! হয়ে গেল খুঁটি পুজো
- Published by:Nagantara
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
রথখোলা নবীন সংঘের দুর্গাপুজো কমিটি খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের ৪৯তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল। প্রতিবারের মতো এবারেও তারা থিমের প্যান্ডেল বানাবেন বলেই জানিয়েছেন।
শিলিগুড়ি : বাঙ্গালীর শ্রেষ্ঠ শারদ উৎসব। আর হতে গোনা কয়েকটি দিন বাকি। এরই মধ্যে রথখোলা নবীন সংঘের দুর্গাপুজো কমিটি খুঁটি পুজোর মধ্যে দিয়ে তাদের ৪৯তম বর্ষের দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিল। বিগত বছর গুলির মত থিমের পুজোর মধ্যে দিয়ে সামাজিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা।
এবছরও তারা থিমের পুজো করে দর্শনার্থীদের চমক দেবেন বলে জানান দুর্গাপুজো কমিটির সম্পাদক জয়দীপ দাস। সারা বছর ধরে যেমন সামাজিক কাজের সাথে যুক্ত থাকে এই ক্লাব, ঠিক তেমনই পুজোর চারটে দিনও বাদ থাকেনা সামাজিক কাজ থেকে।
আরও পড়ুন ঃ অনলাইনে পোশাক কিনে বাড়ি বসে ট্রায়াল! পছন্দ হলে তবেই পেমেন্ট! অভিনব পুজো শপিং শহরে
প্রসঙ্গত, প্রতিবছরই রথখোলা নবীন সংঘ তাদের মণ্ডপ সবচেয়ে সামাজিক বার্তার ছাপ রেখেছে। এবছরও পেছনে থাকছে না ক্লাব। এবছর তাদের থিম “আদি যোগী”। অর্থাৎ যোগ এর মাধ্যমে রোগ নিরাময়, এই মন্ত্রই তাদের মণ্ডপ শয্যায় স্থান করে নেবে।
advertisement
advertisement
মূলত, যুবসমাজ তথা মানুষ বিভিন্ন সময়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয়ে নেশার পথ বেছে নেয় কিংবা ভুল পথে নিজেদের চালিত করে। তবে যোগের মাধ্যমে এ সমস্ত কিছু থেকে বেরিয়ে আসা সম্ভব। তাই সমাজকে এমন বার্তা দিতেই এবারে পুজোর থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে আদি যোগী।
আরও পড়ুন ঃ পাহাড়ে হোম স্টে খুলতে চান? কীভাবে করবেন এই ব্যবসা? সব জেনে যাবেন ‘এইখানে’
ক্লাব সম্পাদক উৎপল পোদ্দার বলেন, “বিগত বছর গুলিতে পুজো মন্ডপের জন্য বিশ্ব বাংলা, ট্রাফিক সচেতনতা বার্তা মন্ডপ জুড়ে থাকায় শিলিগুড়ি পুলিশ কমিশনার থেকে বিশেষ সম্মান অর্জন করেছি। এবারের থিম শিলিগুড়িবাসীর পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের কাছে গ্রহনযোগ্য বার্তা পৌছে দেবে বলে আশা করছি।”
advertisement
এদিনের খুঁটি পূজা উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌরসভার ২২নম্বর ওয়ার্ডের পৌরপিতা দীপ্ত কর্মকার ও এলাকার সমাজসেবী ধীমান বোস সহ এলাকার বরিষ্ঠ নাগরিকেরা ও ক্লাবের সকল সদস্যরা। তারা আশাবাদী এবারের পুজো শহরবাসীর মন জয় করবে।
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 7:07 PM IST