Online Shopping: অনলাইনে পোশাক কিনে বাড়ি বসে ট্রায়াল! পছন্দ হলে তবেই পেমেন্ট! অভিনব পুজো শপিং শহরে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Online Shopping: ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের পছন্দমত ১১টি জামা সিলেক্ট করতে পারবেন। ২৪ ঘণ্টার মধ্যে সেই ১১টি জামা আপনার বাড়িতে পৌঁছে যাবে।সেখান থেকেই পছন্দ করতে কিনতে পারবেন জামাকাপড়।
শিলিগুড়ি: অনলাইনে অর্ডার করুন তারপর বাড়িতে ট্রায়াল দিয়ে সেই জামা কাপড় কিনুন। অবাক লাগছে তো? ভাবছেন অনলাইনে কিনব, আবার বাড়িতে ট্রায়াল দেব, তা কি করে সম্ভব? অবাক হলেও এটাই সত্যি! শাশুড়ি-বৌমার ব্যবসার এই ইউএসপি ভাইরাল শিলিগুড়িতে। দু’জন মিলে জামা কাপড়ের এমন ব্যবসা শুরু করেছে যা রমরমিয়ে চলছে শিলিগুড়ির বাজারে। তাঁদের নতুন অনলাইন ভেঞ্চারের নাম ‘কুর্তি অন হুইলস’।
ব্যবসার অভিনবত্ব অনলাইনে শপিং করে কিনবেন অফলাইনে। আপাতত শিলিগুড়ি শহর জুড়ে তাদের এই সার্ভিস রয়েছে। তবে ভবিষ্যতে গোটা ভারতেই ব্যবসা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা রয়েছে তাদের।
আরও পড়ুনঃ মহিলাদের নিত্য প্রয়োজন, BRA-র ফুল ফর্ম কী? ৯৯% মানুষের অজানা, আপনি সঠিক উত্তর জানেন?
প্রসঙ্গত, অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের অনলাইনে জামা কাপড় কিনতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন ফিটিংস সমস্যা, ডেলিভারির সমস্যা, রং পছন্দের সমস্যা। ‘কুর্তি অন হুইলস’ থেকে জামা-কাপড় কিনলে এমন কোনও সমস্যা আর হবে না, এমনটাই দাবি শাশুড়ি-বউমার। শুধুমাত্র মেয়েদের যাবতীয় জামাকাপড়ই এই ওয়েবসাইটে পাওয়া যায়।
advertisement
advertisement
ব্যবসায়ী এই জুটি জানিয়েছেন, ওয়েবসাইটে গিয়ে সেখানে নিজের পছন্দমত ১১টি জামা সিলেক্ট করতে পারবেন কোনও ক্রেতা। ২৪ ঘণ্টার মধ্যে সেই ১১টি পোশাক প্রপার প্যাকেজিং-এর মাধ্যমে ক্রেতার বাড়িতে পৌঁছে যাবে। ৯৯ মিনিট পাবেন সেই পোশাক ট্রায়ালের জন্য। এরপর সেখান থেকে পছন্দ হলে কিনে নিতে পারবেন সেই কুর্তি।
আরও পড়ুনঃ বাথরুম-কলে জলের জেদি দাগে ঘেন্না? ঘরে টম্যাটো সস আছে? এক চামচেই লুকিয়ে সমাধান
নতুন এই অনলাইন ভেঞ্চারের কর্ণধার রিঙ্কু জৈন জানান, “বাড়িতে বসে হঠাৎই আমাদের মাথায় খেয়াল আসে। সেটাই ফলপ্রসূ হয়। সময়ের অভাবে বাজারে যাওয়া হয়ে ওঠে অনেকেরই। তাঁরা অনলাইনেই জিনিস কেনেন। কিন্তু সেই জিনিস পেতে আমাদের সময় লেগে যায় ২-৩ দিন। তাই আমরা নতুন পদ্ধতি নিয়ে এসেছি ক্রেতাদের সুবিধার জন্য। লোকে ভীষণ পছন্দ করছে।”
advertisement
অন্যদিকে বউমা খুশবু জৈন বলেন, “খুব ভাল রেসপন্স পাচ্ছি। মানুষের ভীষণ পছন্দ হয়েছে আমাদের এই কনসেপ্ট। আপাতত শিলিগুড়িতেই এই ব্যবসা করছি, তবে প্যান ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে রয়েছে। ভবিষ্যতে আমরা গোটা ভারতবর্ষে এই ব্যবসা ছড়িয়ে দিতে চাই।”
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 9:24 AM IST