গ্যালারির প্রায় ভগ্ন দশা, ঠিক নেই ড্রেসিং রুম, বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম

Last Updated:

Kanchenjunga Stadium Silliguri: করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ দু'বছর সেরকম ভাবে রক্ষণাবেক্ষণ হয়নি স্টেডিয়ামের। তবে দুঃসময় কেটে গেলেও কেউ নজর দেয়নি, স্টেডিয়ামের দিকে বলে অভিযোগ।

+
কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম

অনির্বাণ রায়, শিলিগুড়ি : উত্তরপূর্ব ভারতের অন্যতম বড় ক্রীড়াঙ্গন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম । কিন্তু আজ বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। করোনা পরিস্থিতির জন্য দীর্ঘ দু'বছর সেরকম ভাবে রক্ষণাবেক্ষণ হয়নি স্টেডিয়ামের। তবে দুঃসময় কেটে গেলেও কেউ নজর দেয়নি, স্টেডিয়ামের দিকে বলে অভিযোগ।
স্টেডিয়াম গ্যালারি প্রায় ভগ্ন দশা, ঠিক নেই ড্রেসিংরুম । মূলত কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রথমত স্টেডিয়াম কমিটির দ্বারা সমস্ত কিছু পরিচালিত হত ,দেখভালের দায়িত্বেও ছিল তারা । ২০২১ সালের ১৬ অগাস্ট রাজ্য সরকার এই স্টেডিয়ামের দায়িত্বভার নেন এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় । তা সত্ত্বেও স্টেডিয়ামের অবস্থা খুব একটা ভাল নয় বলে দাবি করছে মহাকুমা ক্রীড়া পরিষদের সম্পাদক কুন্তল গোস্বামী ।
advertisement
প্রসঙ্গত, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম (এছাড়াও কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন নামেও পরিচিত) হল ভারতের শিলিগুড়িতে অবস্থিত একটি বহুমুখী স্টেডিয়াম । এটি প্রধানত ক্রিকেট ও ফুটবল খেলায় ব্যবহৃত হয় । স্টেডিয়ামটি ১৯৮০ এর দশকে তৈরি করা হয়েছিল এবং এর ধারণক্ষমতা প্রায় ৩০,০০০ জন । রঞ্জি ট্রফি এবং ফেডারেশন কাপের মতো স্বনামধন্য ক্রীড়া ইভেন্ট এখানে সময়ে সময়ে আয়োজিত হয়েছিল । নেহেরু গোল্ড কাপেরও আয়োজন করা হয়েছিল এখানে এবং যুব হোস্টেল কমপ্লেক্সও এখানে অবস্থিত।
advertisement
advertisement
আরও পড়ুন : আদালত অবমাননার অভিযোগ, উত্তরবঙ্গ মেডিক্যালের সুপারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
আজ পর্যন্ত রনজি ট্রফির ১১টি খেলা এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে । ২০১০ সালে ট্রফির প্রথম খেলা বেঙ্গল ক্রিকেট দল ও পাঞ্জাব ক্রিকেট দলের মাঝে অনুষ্ঠিত হয়েছিল । কিন্তু বর্তমানে কোন বড় মাপের খেলাই হচ্ছে না এখানে । বর্তমানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ির পারিপার্শ্বিক, স্থানীয় খেলা পরিচালনা করা সম্ভব তবে বাইরের কোনও ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাচ এ মাঠে করানো সম্ভব নয় ৷ তার জন্য আরও উন্নত মানের স্টেডিয়াম দরকার বলে জানান ক্রীড়া পরিষদের সম্পাদক কুন্তল গোস্বামী। এ প্রসঙ্গে ডেপুটির মেয়র রঞ্জন সরকার জানান ‘‘অতি শীঘ্রই আমরা কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে এক নতুন আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের রূপে দেখতে পাব ৷ ইতিমধ্যেই তার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।’’
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
গ্যালারির প্রায় ভগ্ন দশা, ঠিক নেই ড্রেসিং রুম, বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement