Siliguri News: 'দ্য হান্ড্রেড' খেলতে লন্ডন পারি দিলেন রিচা ঘোষ, আরও একবার নিজেকে প্রমাণ করার লক্ষ্যে বঙ্গতনয়া

Last Updated:

Siliguri News: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। তবে এশিয়ান গেমসের দলে নাম রয়েছে রিচার। এরই মধ্যে আরও একটি খুশির খবর। দ্য হান্ড্রেড ২০২৩ খেলতে লন্ডনে পারি দিয়েছেন রিচা ঘোষ।

রিচা ঘোষ
রিচা ঘোষ
শিলিগুড়ি: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মহিলা ক্রিকেট দলে জায়গা না পেয়ে কিছুটা হতাশ হয়েছিলেন শিলিগুড়ির রিচা ঘোষ। তবে এশিয়ান গেমসের দলে নাম রয়েছে রিচার। এরই মধ্যে আরও একটি খুশির খবর। ‘দ্য হান্ড্রেড ২০২৩’ খেলতে লন্ডনে পারি দিয়েছেন রিচা ঘোষ। শুক্রবারই লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এই উইকেটকিপার-ব্যাটার। লন্ডনের মহিলা ক্রিকেট লিগে এবার নিজেকে প্রমাণ করাই লক্ষ্য বঙ্গ তনয়ার।
গত বছর অস্ট্রলিয়ায় আয়োজিত ‘উইমেন্স বিগ ব্যাশ লিগেও’ খেলেছিলেন রিচা ঘোষ। হবার্ট হ্যারিকেনের হয়ে খেলেছিলেন তিনি। এবার ইংল্যান্ডে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় লন্ডন স্পিরিটের হয়ে মাঠে নামতে দেখা যাবে ১৯ বছরের রিচাকে। রিচা ছাড়াও ওই লিগে জায়গা করে নিয়েছে দুই ভারতীয় ব্যাটার হরমনপ্রীত কৌর ও স্মৃতি মন্দনা। যদিও তারা দুজনও দুটো পৃথক দলে রয়েছে। হরমনপ্রীত কউর খেলবেন “ট্রেন্ট রকেট” ও স্মৃতি মন্ধনা খেলবেন “সাউদার্ন ব্রেভ” ফ্র্যাঞ্চাইজির হয়ে।
advertisement
মেয়ের লন্ডন পারি নিয়ে রিচার বাবা মানবেন্দ্র ঘোষ ফোনে জানান, ভালো লাগছে রিচা এই সুযোগ পাওয়ায়। এই নিয়ে দ্বিতীয়বার বিদেশের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে। শুক্রবার সকালেই লন্ডনের বিমান ধরেছে রিচা। বাংলাদেশ স্কোয়াডে জায়গা না পাওয়ায় নিজের অনুশীলন ছাড়েনি রিচা। ফোকাস না হারিয়ে প্রশিক্ষন চালিয়ে গিয়েছিল। নিজের সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী রিচা”। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের ক্রিকেট সচিব মনোজ ভার্মা বলেন, “রিচা বাংলাদেশের বিরুদ্ধে টি – ২০ তে জায়গা না পাওয়ায় আমরা কিছুটা হতাশ হয়েছিলাম ঠিকই। কিন্তু রিচা ফের নিজেকে প্রমাণ করল যে সে দমে যায়নি। বিদেশের প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়ায় আমরা খুশি”।
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড মহিলাদের টি ২০ প্রিমিয়ার লিগ শুরু করে। সেই লিগে আটটি দল অংশ নেয়। এই লিগ সারা বিশ্বে আয়োজিত টি ২০ লিগের মধ্যে অন্যতম হিসেবে পরিচিত। ১ আগস্ট থেকে লন্ডনের টার্নিতে আয়োজিত হতে চলেছে ওই লিগটি। ভারতের মাটিতে মহিলা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন রিচা। বিদেশের লিগে রিচার সাফল্য কামনায় বাংলার ক্রিকেট মহল।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: 'দ্য হান্ড্রেড' খেলতে লন্ডন পারি দিলেন রিচা ঘোষ, আরও একবার নিজেকে প্রমাণ করার লক্ষ্যে বঙ্গতনয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement