Siliguri News: তাপ থেকে চাষ রক্ষায় গ্রিনহাউসে জোর! অসময়ের চাষে লাভবান কৃষকরা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
গ্রিন হাউসে তাপ নিয়ন্ত্রণ করে প্রয়োজনমতো চাষাবাদ সম্ভব, তাই গ্রিনহাউস ব্যবস্থা অত্যন্ত সময়োপোযোগী, বলছেন কৃষিকর্তারা। গ্রিনহাউসে তাপ নিয়ন্ত্রণ সম্ভব, তাই গ্রীষ্মকাল হোক কিংবা বর্ষাকাল তার প্রভাব চাষে পড়ে না।
শিলিগুড়ি : তাপমাত্রার পারদ চড়তেই অগ্নিমূল্য সবজি। মূলত তাপপ্রবাহের জন্য এই পরিস্থিতি, বক্তব্য কৃষিকর্তাদের। তাদের বক্তব্য, গত কয়েক বছর ধরে এমন পরিস্থিতি চলছে। অর্থাৎ এই সময় সবজির দাম একটু বেশি থাকে। তাই এই সমস্যা সমাধানের রাস্তায় হাঁটতে চাইছে রাজ্যের কৃষি দফতর। রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, সাবেকি চাষের পাশাপাশি কিছুটা হলেও গ্রিনহাউস চাষে চাষিদের উদ্বুদ্ধ করতে। যেহেতু গ্রিনহাউসে প্রয়োজনমতো তাপ নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই উৎপাদন মার খায় না এবং ফসল পাওয়া যায় উন্নতমানের। তাই প্রযুক্তি ব্যবহারে বিশেষ জোর দেওয়ার কথা ভাবছেন কৃষিকর্তারা। ভবিষ্যতে তাপপ্রবাহ আরও বৃদ্ধি পাবে, এমনই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর ।
এটি চিন্তায় ফেলেছে রাজ্যের কৃষি দফতরকে। এমন পরিস্থিতিতে সবজির জোগান ঠিক রাখতে গ্রিনহাউসে জোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি দফতর। যেহেতু তাপ নিয়ন্ত্রণ করে প্রয়োজনমতো চাষাবাদ সম্ভব, তাই গ্রিনহাউস ব্যবস্থা অত্যন্ত সময়োপোযোগী, বলছেন কৃষিকর্তারা।
advertisement
advertisement
কৃষি দফতরের শিলিগুড়ি মহকুমার আধিকারিক পার্থ রায় বলছেন, ‘কিছুটা হলেও আবহাওয়ার প্রভাব পড়ছে কৃষিক্ষেত্রে। এমন পরিস্থিতিতে গ্রিনহাউস যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই আমরাও কৃষকদের গ্রীন হাউসে চাষ করার উপদেশ দিচ্ছি।’
গ্রিনহাউস তৈরির ক্ষেত্রে রাজ্য হর্টিকালচার ডিপার্টমেন্ট ৫০ শতাংশ টাকা বরাদ্দ করে (সরকারি হিসেব অনুসারে প্রতি বর্গমিটার তৈরি করতে ১,০৪০ টাকা ব্যয় হয়। এই হিসেবে রাজ্য দেয় খরচের ৫০ শতাংশ টাকা)। কিন্তু সেইভাবে প্রচার না থাকায় অনেকেই বিষয়টি জানেন না।
advertisement
কিন্তু গ্রিনহাউসের ওপর কেন জোর দিচ্ছে রাজ্য? কৃষিকর্তাদের বক্তব্য, যেহেতু গ্রিনহাউসে তাপ নিয়ন্ত্রণ সম্ভব, তাই গ্রীষ্মকাল হোক কিংবা বর্ষাকাল তার প্রভাব চাষে পড়ে না। তাছাড়া অসময়ে চাষ করা সম্ভব হওয়ায় দামটাও বেশি পাবেন চাষিরা।
শিলিগুড়ি মহকুমায় বর্তমানে বড় আকারের চারটি গ্রিনহাউস রয়েছে। রাঙ্গাপানি এবং ফাঁসিদেওয়ার গ্রিনহাউসে উৎপন্ন সবজি বিদেশেও রফতানি করা হচ্ছে।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 4:22 PM IST