Siliguri News: প্রতিবন্ধী শিশুর কন্ঠ ফিরিয়ে দিতে শিলিগুড়িতে প্রদর্শনী
- Published by:kaustav bhowmick
Last Updated:
একটি ৭ বছরের প্রতিবন্ধী শিশুর কণ্ঠ ফিরিয়ে দেওয়া হবে। তার জন্য খরচ হবে ৭ লক্ষ টাকা। সেই উপলক্ষে ২২ ও ২৩ মার্চ আয়োজন করা হচ্ছে প্রদর্শনীর
শিলিগুড়ি: অসুস্থ শিশুর কণ্ঠস্বর ফিরিয়ে দিতে প্রদর্শনীর আয়োজন করা হল। ৭ মাস আগের কথা। শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতাল থেকে এক প্রসূতির সঙ্কটজনক পরিস্থিতির খবর এল। চিকিৎসকরা জানান, সদ্যোজাতকে বাঁচাতে গেলে তার একটা হাতের ক্ষতি হয়ে যাবে। মানে শারীরিক অক্ষমতা নিয়ে জন্মাবে ওই শিশু। তবে তাকে সম্পূর্ণ সুস্থ রাখারও উপায় আছে। কিন্তু তার জন্য দরকার বিপুল অর্থের। এদিকে ওই প্রসূতির পরিবারের আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। ফলে চোখের জল ফেলা ছাড়া তাঁদের আর কোনও উপায় ছিল না। কিন্তু এই সময়ই আশীর্বাদ হয়ে এগিয়ে আসেন এলাকার এক দল মহিলা। তাঁরা পরেরদিনই হাজির হন ওই হাসপাতালে। ওই শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নেন। আজ সেই শিশু দুটি হাত নিয়েই একটু একটু করে বেড়ে উঠছে।
এবার শিলিগুড়ির মাটিগাড়ার এক ৭ বছরের প্রতিবন্ধী শিশুর কণ্ঠস্বর ফিরিয়ে দিতে মহিলাদের ওই দলটি আয়োজন করল প্রদর্শনীর। এর আগেও তাঁরা এমনভাবেই মানুষের প্রয়োজনে এগিয়ে এসেছেন। এই গাড়িচালকের কাটা যাওয়া হাতের জায়গায় কৃত্রিম হাতের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে নানান উদ্যোগ নিয়ে থাকেন। মহিলাদের এই দলে আছেন ডোনা ব্যানার্জি, পূজা আগরওয়াল, শ্বেতা আগরওয়াল। তাঁরা শুধু এই তিনজনই নন, সংস্থার মোট সদস্য সংখ্যা ১৩৫ জন। কারওর স্বামী চিকিৎসক তো কেউ ব্যবসায়ী। অনেকে নিজেও প্রতিষ্ঠিত। নিজেদের কাজের বাইরে সমাজের জন্য যাতে কিছু করা যায় সেই ভাবনা থেকেই সকলে এক হয়ে এগিয়ে এসেছেন। তাঁদের এই সংগঠনের নাম ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ।
advertisement
advertisement
সংস্থার সম্পাদক শ্বেতা আগরওয়াল বলেন, আমাদের পরবর্তী কাজ একটি ৭ বছরের প্রতিবন্ধী শিশুর কণ্ঠ ফিরিয়ে দেওয়া। ইতিমধ্যে ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। ৭ লক্ষের মত খরচ হবে। সেইজন্য আমরা অর্থ সংগ্রহ শুরু করেছি। ওই শিশুর চিকিৎসার অর্থের জন্য ২২ ও ২৩ মার্চ তাঁরা উত্তরায়ণ উপনগরীতে একটি প্রদর্শনীর আয়োজন করছেন। সেখানে দেশের বিভিন্ন শহর থেকে বাহারি পোশাক ও প্রসাধনী সামগ্রী নিয়ে এসেছেন বহু ব্যবসায়ী। তা থেকে যে আয় হবে, সেই টাকা শিশুটির চিকিৎসায় ব্যয় করা হবে। এভাবেই অনেক অসাধ্য কাজ সহজ করে দিচ্ছেন তাঁরা।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 10:17 PM IST