Howrah News: জল না থাকলে মানুষও থাকবে না! বিশ্ব জল দিবসের অনুষ্ঠানে সকলকে কড়া বার্তা

Last Updated:

জল অপচয়ের এই ঘটনা কোন‌ও একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। মানুষজন কোন‌ও এক অদম্য লালসায় এখনও যেটুকু পুকুর বা জলাশয় আছে তা বুজিয়ে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে।

+
title=

হাওড়া: জলের অপর নাম জীবন, জল ছাড়া বাঁচতে পারে না প্রাণ। একথা জেনেও আমরা যেন সর্বক্ষণ না জানার ভান করে থাকি। আর তাই ভূগর্ভের জলস্তর তলানিতে এসে ঠেকেছে জানার পরও জল অপচয়ে আজও লাগাম টানা গেল না।
জল অপচয়ের এই ঘটনা কোন‌ও একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং তা সর্বত্রই ঘটে চলেছে। এই বিষয়ে সরকারি স্তরে যথেষ্ট প্রচার চললেও ফল সেভাবে মিলছে না। উল্টে মানুষজন কোন‌ও এক অদম্য লালসায় এখনও যেটুকু পুকুর বা জলাশয় আছে তা বুজিয়ে ফেলার জন্য উঠেপড়ে লেগেছে।
advertisement
advertisement
তা সত্ত্বেও হাল ছাড়লে চলবে না। আর সেই লড়াই জারি রাখার মনোভাব থেকেই বুধবার বিশ্ব জল দিবস উপলক্ষে বাগনান-১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সকালে বাগনানের খাদিনান থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যা বাগনান শহরের নানা দিক পরিক্রমা করে শেষ হয় বাগনান-১ পঞ্চায়েত সমিতির দফতরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগনান-১ এর বিডিও অভিষেক দাস। পাশাপাশি উপস্থিত ছিলেন বাগনান-১ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মাধ্যক্ষ সমীর সামন্ত, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ সইদুল মির সহ অন্যান্যরা। বিশ্ব জল দিবস উপলক্ষে আয়োজিত এই শোভাযাত্রা শেষে পঞ্চায়েত সমিতির দফতরে অনুষ্ঠিত হয় এক পথ নাটিকা। সেখানে জল অপচয় বন্ধ ও জল সংরক্ষণের বার্তা দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার সাধারণ মানুষের কাছে জলের গুরুত্ব বোঝানো হয়।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: জল না থাকলে মানুষও থাকবে না! বিশ্ব জল দিবসের অনুষ্ঠানে সকলকে কড়া বার্তা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement