Siliguri News: ফেলে যাওয়া খাবার শেষ করতে একই বাড়িতে সকালের পর রাতেও হাজির হাতি!

Last Updated:

বিচক্ষণরা বলেন খাবার কখনও নষ্ট করতে নেই। পাতের খাবার একবারে শেষ করতে না পারলে তা তুলে রাখা ভাল। পরে খিদে পেলে আবার সেই খাবারই খেয়ে নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন অনেকে। অভিজ্ঞদের এই পরামর্শ বোধহয় ওই হাতিটিরও মনে ধরেছিল। তাই সকালের ফেলে যাওয়া খাবার শেষ করতে একই বাড়িতে দ্বিতীয়বার হানা দিল সে!

+
title=

শিলিগুড়ি: খাবারের টানে একই বাড়িতে দু'বার হাতির হানা! শিলিগুড়ির ঘটনা। বিশেষজ্ঞরা বলেন হাতির স্মৃতিশক্তি নাকি প্রখর। তাই হয়ত আগের রেখে যাওয়া খাবারের অবশিষ্টাংশ শেষ করতেই এক‌ই বাড়িতে হানা দিয়েছিল দাঁতাল। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। বাড়ির টিনের চাল ভেঙে বস্তা থেকে চাল খেয়ে যায় গজরাজ।
শিলিগুড়ির ভক্তিনগর থানার শিবনগর কলোনি এলাকার ঘটনা। তপন বর্মনের বাড়িতে পরপর হানা দেয় হাতি। রাত ২ টো নাগাদ হাতিটি ওই এলাকায় ঢোকে। খবর পেয়ে সকালে বাড়িতে যান বনকর্মীরা।
সাতদিন আগেও তপন বর্মনের বাড়িতে হাতি এসেছিল। স্থানীয়দের অনুমান ওই একই হাতি দ্বিতীয়বার হানা দিয়েছে। যে পথে হাতি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসছে, সেই পথের উপর বন দফতরের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বারবার কেন হাতিটি লোকালয়ে চলে আসছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বনকর্তাদের প্রাথমিক অনুমান, খাবারের টানেই হাতিটি বারবার জঙ্গল থেকে বেরিয়ে বাইরে চলে আসছে। এই প্রসঙ্গে বন দফতরের বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও মঞ্জুলা তিরকি বলেন, "প্রতি রাতেই আমাদের নজরদারি চলে। কিন্তু কুয়াশা এত বেশি থাকছে যে রাস্তায় ২০ মিটার দূরেও ঠিকমত দেখা যায় না। আর তাই হাতির উপর নজরদারি চালাতে সমস্যা হচ্ছে।"
advertisement
advertisement
আতঙ্কিত বাড়ির মালিক তপন বর্মন বলেন, "বাড়িতে পরপর দু'বার হাতির হানায় আমরা খুব ভয় পেয়ে গিয়েছি। স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র চলে যেতে হবে দেখছি।" বন দফতরের বৈকুণ্ঠপুর ডিভিশনের সারুগারা এবং ডাবগ্রাম রেঞ্জ এলাকায় গত এক সপ্তাহ ধরে একটি দাঁতাল ঘুরে বেড়াচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। যাতে কোন‌ও বিপদ না ঘটে তাই বন দফতরের তরফে রাতে টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
শিবনগর কলোনির তপন বর্মনের বাড়িতে হাতিটি ভাঙচুর করে খাবার খেয়ে চলে যায়। এরপর ডাবগ্রাম রেঞ্জের ঘোগোমালি চয়নপাড়া এলাকায় হাজির হয় গজরাজ। কোনরকমে বনকর্মীরা হাতেটিকে জঙ্গলে ফেরত পাঠান। ফের রাত ২ টো নাগাদ ইস্টার্ন বাইপাস পেরিয়ে শিবনগর কলোনিতে ঢুকে পড়ে হাতিটি। যে বাড়িতে আগে হানা দিয়েছিল ঠিক সেই বাড়িতেই আবার যায় হাতিটি। যে ঘরে চাল রাখা ছিল সেই ঘরের টিনের ছাদ ভেঙে শুঁড় দিয়ে চালের বস্তা তুলে খেয়ে চলে যায় । হাতির উপস্থিতি টের পেয়ে ভয়ে সিঁটিয়ে ছিলেন ওই বাড়ির বাসিন্দারা।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: ফেলে যাওয়া খাবার শেষ করতে একই বাড়িতে সকালের পর রাতেও হাজির হাতি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement