Darjeeling News: গাছে গাছে কমলালেবু! বরা মাংওয়ার অরেঞ্জ ভিলা যেন স্বর্গের বাগান! এই শীতে যাবেন কী ভাবে?
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
Last Updated:
Darjeeling News:নিউ জলপাইগুড়ি থেকে সেবক এবং তিস্তা বাজার হয়ে বারামাংওয়া যাওয়া যায় যা প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে।
দার্জিলিং: মাথার ওপর আকাশের তারার মত ঝুলছে কমলালেবু। গাছ থেকে একটা কমলা ছিঁড়ে কে না খেতে চায়? আর এরকম অভিজ্ঞতার জন্য আসতেই হবে ববারামাংওয়ার "অরেঞ্জ ভিলা"তে। পেশক চা বাগান থেকে ৮ কিমি দূরে এবং দার্জিলিং থেকে মাত্র ৩৬ কিমি দূরে অবস্থিত এই অরেঞ্জ ভিলা। এই মরশুমে একবার ঘুরে আসতেই পারেন বারামাংওয়ায়।
কমলালেবু বলতেই যে নাম সবার আগে মাথায় আসে তা হল দার্জিলিংয়ের কমলালেবু। আর এই কমলা লেবু হল বারামাংওয়ার প্রধান আকর্ষণ। বারামাংওয়ার পাহাড়ের ঢালের কমলা বাগানগুলি এই জায়গাটিকে সুন্দর নজরকাড়া করে তোলে। বারামাংওয়া প্রায় 4500 ফুট উচ্চতায় অবস্থিত। যদিও বারামাংওয়া একটি পাহাড়ি এলাকা তবে এখানকার আবহাওয়া শীতল এবং মনোরম, তীব্র ঠান্ডা এখানে প্রভাব ফেলে না। কমলার বাগান থেকে শুরু করে অনেক মূল্যবান জৈব ঔষধি গাছের চাষ করা হয় বারমাংওয়াতে।
advertisement
advertisement
তবে এই অরেঞ্জ ভিলার কমলা বাগান কে কেন্দ্র করে ধীরে ধীরে পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বারামাংওয়া। প্রায় চার বিঘা জমি জুড়ে রয়েছে এই কমলার বাগান। পর্যটকরা দূর দুরান্ত থেকে এসে এই কমলা বাগান ঘুরে যাচ্ছেন। এই অরেঞ্জ ভিলা আসলে হোমস্টে। আসলে এটি থাকার জায়গা কিন্তু বাড়ির পেছনেই এই কমলা বাগানটি হয়ে উঠেছে বারামাংওয়ার মূল আকর্ষণ। এছাড়াও এখানে ছোট ছোট ট্র্যাক রুট রয়েছে। যেগুলিবরামাংওয়াথেকে উঠে কমলা বাগানের মধ্য দিয়ে যায় যা উপভোগ করার মতো।
advertisement
কোথায় থাকবেন?
আসলে অরেঞ্জ বিলাই যেহেতু একটু থাকার জায়গা সুতরাং এখানে এসে আগে থেকে বুক করে রাখলে ভালো।কিংবা সরাসরি গিয়েও আপনি বুক করতে পারেন।বারা মাংওয়া অরেঞ্জ ভিলা (ডাবল বেডড রুম) এ স্ট্যান্ডার্ড চেক-ইন এবং চেক-আউট সময় যথাক্রমে 12 PM এবং 1 PM।
advertisement
কীভাবে পৌঁছাবেন:
নিউ জলপাইগুড়ি থেকে সেবক এবং তিস্তা বাজার হয়ে বারামাংওয়া যাওয়া যায় যা প্রায় 45 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগে। এনজেপি স্টেশন থেকে গাড়ি বুকিং পাওয়া যায় যা আপনাকেবরামাংওয়াএ নিয়ে যাবে অথবা আপনার যাত্রার আগে আপনি সংশ্লিষ্ট হোটেল থেকে গাড়ি বুক করতে পারেন তারা পিক আপের জন্য গাড়ি পাঠাবে। এছাড়া প্রথমে দার্জিলিং ঘুরতে এসে সেখান থেকেও গাড়ির হিসাব করে জায়গাটি ঘুরে দেখে যেতে পারেন।
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2023 8:43 AM IST