Offbeat News: এক-দুই দিন নয়, ৫০-৬০ বছর! খাবার না খেয়ে বহাল তবিয়তে ৭৬ উর্ধ্ব বৃদ্ধা

Last Updated:

Offbeat News: বিগত কয়েক বছর ধরে খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন হুগলি জেলার গোঘাটের  শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিহা গ্রামের এক বৃদ্ধা। ওই বৃদ্ধার  নাম অনিমা চক্রবর্তী। বয়স প্রায় ৭৬ এর কাছাকাছি।

+
শুধু

শুধু চা, হরলিক্স খেয়ে বেঁচে আছেন বৃদ্ধা

হুগলি: কোনও রূপকথার গল্প নয়, খাবার না খেয়ে শুধু চা, হরলিক্স খেয়ে বেঁচে আছেন এক বৃদ্ধা। বিগত কয়েক বছর ধরে খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন হুগলি জেলার গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের বেলডিহা গ্রামের এক বৃদ্ধা। ওই বৃদ্ধার নাম অনিমা চক্রবর্তী। বয়স প্রায় ৭৬ এর কাছাকাছি। পরিবারের সদস্যরা জানান প্রায় ৫০ থেকে ৬০ বছর খাবার না খেয়ে স্বাভাবিকভাবে জীবিত আছেন। বর্তমানে ওই বৃদ্ধা চা ও হরলিক্স খেয়েই থাকেন।
অনিমা চক্রবর্তীর ছেলে বলেন তখন আমাদের পরিবারের অবস্থা ভাল ছিল না, মা লোকের বাড়িতে কাজ করতে যেতেন। সেখান থেকে যেটুকু ভাত, মুড়ি নিয়ে আসতেন সেটুকুই আমাদের পরিবারের সবাইকে দিয়ে দিতেন যার কারণে মা না খেয়ে খেয়েই এভাবেই জীবন কাটিয়ে আসছেন। বাড়িতে রান্না করা ভাত মুড়ি না খেয়েই লিকুইড খাবার খেয়ে এভাবেই বেঁচে আছেন অনিমা চক্রবর্তী।
advertisement
advertisement
এলাকার বাসিন্দারা জানান আমরা দেখেছি অনিমা চক্রবর্তী নামে ওই বৃদ্ধা খাবার না খেয়ে সুস্থ স্বাভাবিকভাবেই জীবন কাটাচ্ছেন। যা দেখে এলাকার এক বাসিন্দা জানান আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখছি এই বৃদ্ধা কোনও শক্ত জাতীয় খাবার না খেয়ে বেঁচে আছেন শুধু মাত্র চা, হরলিক্স এই সব তরল জাতীয় খাবার খেয়ে বেঁচে আছেন। এখনও যে বেঁচে আছেন এটা আমাদের গর্বের বিষয় এবং আমাদের গ্রামের গর্বের বিষয়। যা সত্যি দেখে আশ্চর্যজনক বিষয়। তারা বলছে একদিন খাবার না খেলে মানুষ বাঁচে না কিন্তু ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরেই এভাবেই দিন কাটাচ্ছেন।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Offbeat News: এক-দুই দিন নয়, ৫০-৬০ বছর! খাবার না খেয়ে বহাল তবিয়তে ৭৬ উর্ধ্ব বৃদ্ধা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement