Durga Puja 2023: চারণকবি মুকুন্দ দাস নামকরণ করেছিলেন এই মন্দিরের! এ বার তাঁদের ৯২ তম বর্ষের দুর্গাপুজো

Last Updated:

Durga Puja 2023: পঞ্চমীতে বস্ত্রদান। সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিবারই চলে মধ্যাহ্নভোজন। মায়ের প্রসাদ পেতে দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান।

+
এবার

এবার আনন্দময়ী কালীবাড়ি  ৯২ তম দুর্গাপুজো

অনির্বাণ রায়, শিলিগুড়ি : শিলিগুড়ির ঐতিহ্যবাহী আনন্দময়ী কালীবাড়ির দুর্গাপুজো ৯২তম বছরে পদার্পণ করল। এই মন্দিরের পুজো ঘিরে রয়েছে অনেক ইতিহাস। ১৯২৬ সালে চালাঘরে কালীপুজো দিয়ে এই মন্দিরের সূচনা হয়েছিল। তার পর ১৯৩১ সালে তৎকালীন মন্দির কমিটির সদস্য ও আশেপাশের বাসিন্দাদের অনুরোধে আনন্দময়ী কালীবাড়ি দুর্গাপুজো করার সিদ্ধান্ত নেয়। মহাবীরস্থানের ডিআই ফান্ড মার্কেটের আনন্দময়ী কালীবাড়ির সঙ্গে বহু ইতিহাসই জড়িয়ে। চারণকবি মুকুন্দ দাস মন্দিরটির নামকরণ করেন। প্রথম পুজোর সময় যে রীতিনীতি ছিল তা মেনেই আজও এই মন্দিরে পুজো করা হয়।
পঞ্চমীতে বস্ত্রদান। সপ্তমী, অষ্টমী, নবমীতে প্রতিবারই মধ্যাহ্নভোজন। মায়ের প্রসাদ পেতে দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে ভিড় জমান। অন্যান্য কিছু জায়গায় কোনও কোনও বার দশমীর দিন প্রতিমা নিরঞ্জন না করা হলেও এই মন্দিরের ক্ষেত্রে কখনোই অন্যথা হয়নি। নিয়ম মেনে দশমীর দিনই মায়ের নিরঞ্জন হয়। এই পুজো শিলিগুড়ির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পুজো হিসেবে পরিচিত।
advertisement
advertisement
আনন্দময়ী কালীবাড়ির পরিচালন সমিতির সাধারণ সম্পাদক মৃণালকান্তি চৌধুরী বলেন, ‘প্রথম থেকে এখনও পর্যন্ত আমরা একচালার দুর্গাপ্রতিমা তৈরি করেই মায়ের আরাধনা করে আসছি। কিছু বছর যাবৎ মহালয়ার দিন আমরা বিশেষ পুজো করছি। আমাদের মন্দিরে একটি দুর্গা মন্দির তৈরির কাজ চলছে। ভক্তরা সারা বছর ধরেই এই মন্দিরে পুজো দেওয়ার সুযোগ পাবেন।’এই কালীবাড়ির ৯২তম দুর্গাপুজো দেখার জন্য শহরের অনেকের মধ্যেই এখন থেকেই অপেক্ষা বাড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Durga Puja 2023: চারণকবি মুকুন্দ দাস নামকরণ করেছিলেন এই মন্দিরের! এ বার তাঁদের ৯২ তম বর্ষের দুর্গাপুজো
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement