Siliguri News: মহিলাদের ছবি দেখিয়ে প্রতারণা চক্র! পুলিশের ফাঁদে দুই যুবক

Last Updated:

ধৃতদের নাম প্রশান্ত সাহা এবং বাপী সূত্রধর বলে জানা গিয়েছে। দু'জনই শহর শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা বলে জানা যায় ।

শিলিগুড়ি: টোটো ব্যবসার নাম করে এসকর্ট সার্ভিস চালানোর অভিযোগ। বিলাসবহুল হোটেলে এসকর্ট সার্ভিস দেওয়ার নামে টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করত ওই ২ অভিযুক্ত । এমন প্রতারণার বিরুদ্ধে পুলিশি নজরদারি প্রতিদিন জোরদার হচ্ছে। তবুও এরকম পরিস্থিতিতেও প্রতারকরা নিত্যনতুন ফন্দি আঁটতে শুরু করেছে। সেই ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন অনেকেই। খোয়াচ্ছেন মোটা টাকাও।
সম্প্রতি এই রকমই ফাঁদ পেতেছিল প্রতারকরা। আর সেই ফাঁদে পড়লেন এক ব্যক্তি। ঘটনায় অভিযোগ সামনে আসতেই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার হয় দু’জন। ধৃতদের নাম প্রশান্ত সাহা এবং বাপী সূত্রধর বলে জানা গিয়েছে। দু’জনই শহর শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা বলে জানা যায় ।
advertisement
advertisement
জানা গিয়েছে, এবার শহরে নতুন করে ফাঁদ পেতেছিল প্রতারকরা। অভিযোগ, দেহ ব্যবসার নাম করে যুবতীদের ছবি দেখিয়ে প্রতারণা করত দুই টোটো চালক । ঘটনার পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অধীনস্থ পানিটাঙ্কি টাউন আউটপোস্ট।
প্রাথমিকভাবে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায়, ঘটনায় অভিযুক্ত ধৃত দুই যুবক বিবেকানন্দ রোডে টোটো নিয়ে দাঁড়িয়ে থাকত। সেখানেই গ্রাহকদের চিহ্নিত করে যুবতীদের ছবি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। সেই ঘটনার তদন্তে নেমে সাফল্য পায় পুলিশ। ধরা পড়ে দু’জন ব্যাক্তি।
advertisement
পরবর্তীতে ধৃতদের শিলিগুড়ি থানায় পাঠানো হয়। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হয়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনার পেছনে কোনও বড় মাথা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: মহিলাদের ছবি দেখিয়ে প্রতারণা চক্র! পুলিশের ফাঁদে দুই যুবক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement