Siliguri News: কোটি কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়িতে

Last Updated:

শিলিগুড়ির দুটি পৃথক জায়গা থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত দু'জন

শিলিগুড়ি: কাওয়াখালি থেকে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫ লক্ষ টাকা। ধৃতের নাম মহম্মদ মুকেশ আলম। সে ফাঁসিদেওয়ার বাসিন্দা।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে কাওয়াখালি এলাকায় অবস্থিত বিশ্ব বাংলা শিল্পী হাটের সামনে অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সেখানৈ একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ। তাতে তল্লাশি চালালে উদ্ধার হয় ৬২২ গ্রাম ব্রাউন সুগার ও ৫ লক্ষ টাকা নগদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মুকেশ আলম দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে জড়িত। এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুলিশ।
advertisement
advertisement
অন্যদিকে, বাগডোগরায় এসওজি ও বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে কোটি টাকার ব্রাউন সুগার ও নগদ ১৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই ঘটনাতেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত দীর্ঘদিন ধরেই এই কারবারের সঙ্গে জড়িত। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকা থেকে পরের পর মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ কড়া পদক্ষেপ করছে।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: কোটি কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার শিলিগুড়িতে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement