Siliguri News: দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার! গ্রেফতার এক

Last Updated:

লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গাড়ি চুরির কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করল প্রধান নগর থানার পুলিশ...

+
পুলিশি

পুলিশি তৎপরতায় লক্ষাধিক টাকার গাজা উদ্ধার সহ গ্রেফতার এক যুবক

#শিলিগুড়ি: লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গাড়ি চুরির কয়েক ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করল প্রধান নগর থানার পুলিশ। এদিন সাংবাদিক বৈঠক করে জানান ডিসিপি ওয়েস্ট কুনওয়ার ভুষণ সিং।
জানা গিয়েছে, ভোর চারটে নাগাদ প্রধাননগরের সমর নগর এলাকা থেকে একটি চার চাকার গাড়ি চুরি হয়। প্রধাননগর থানায় লিখিত অভিযোগ করেন সঞ্জয় গুপ্ত। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খড়িবাড়ি থানার পুলিশের সহযোগিতায় সেই গাড়িটি উদ্ধার হয়। পাশাপাশি শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে ২৮.৩ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মুল্য প্রায় ১০ লক্ষ টাকা। ধৃতের নাম মোহন চৌধুরী।
advertisement
advertisement
শহর জুড়ে এই গাঁজা পাচার চক্র বিশাল হারে বৃদ্ধি পেয়েছে। মাদক জাতীয় দ্রব্য সেবনের পরিমান বেড়েছে শহর জুড়ে।
advertisement
গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন অভিযান চালিয়ে দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা থেকে ২৮.৩ কেজি গাঁজা উদ্ধার হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমেছে। এর নেপথ্যে কোনও বড় পাচার চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  ডিসিপি কুনওয়ার ভূষন সিং বলেন, "মাদক বিরোধী অভিযান আমাদের চলছে। মাদক মুক্ত শহর গড়তে এই অভিযান চলতে থাকবে। তিনি আরও জানান শিলিগুড়ি কে নেশামুক্ত শহর গড়ে তোলার জন্য তারা বদ্ধ পরিকর।"
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: দশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার! গ্রেফতার এক
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement