Siliguri News: পিকনিকের আনন্দে বেপরোয়া বাইক চালানোর ফল, বাড়ি ফেরা হল না দুই যুবকের!

Last Updated:

পিকনিকের আনন্দে কার্যত তাদের বাইক উড়ছিল! আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুই যুবকের

+
দুর্ঘটনায়

দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

#শিলিগুড়ি: আনন্দ করবেন বলে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন। কিন্তু বাড়ি ফেরা হল না শিলিগুড়ির দুই যুবকের। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাদের। বাগডোগরার জংলীবাবা মোড় সংলগ্ন এলাকর ঘটনা।
সূত্রের খবর, পিকনিক সেরে রবিবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন দুই যুবক। কিন্তু বাগডোগরার জংলীবাবা মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি গাছে ধাক্কা মারে তাদের বাইক। রাস্তায় ছিটকে পড়েন ওই দুই যুবক। ঘটনার পর তাদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তাতেই তাদের মৃত্যু হয়েছিল।
advertisement
advertisement
দুর্ঘটনায় এই দুই যুবকের মৃত্যু প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রবিশঙ্কর দেবের দাবি, শীতকাল পড়লেই আশেপাশের এলাকার লোকজন পিকনিকের জন্য এইদিকে ঘন ঘন আসতে থাকে। আর সেই সময় প্রায় নিয়মিত দুর্ঘটনার খবর আসে বাগডোগরার এই এলাকা থেকে। স্থানীয়দের অভিযোগ, পিকনিক পার্টির একাংশের মাত্রছাড়া আনন্দে বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এমন দুর্ঘটনা ঘটে। এই পরিস্থিতি এড়াতে প্রশাসনের আরও নজরদারি দরকার বলে জানিয়েছেন তাঁরা। সেইসঙ্গে পুলিশের আরও সক্রিয়তার দাবি জানানো হয়।
advertisement
অনির্বাণ রায়
বাংলা খবর/ খবর/শিলিগুড়ি/
Siliguri News: পিকনিকের আনন্দে বেপরোয়া বাইক চালানোর ফল, বাড়ি ফেরা হল না দুই যুবকের!
Next Article
advertisement
Mamata Banerjee on Darjeeling: চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
চিন্তার কিছু নেই, পাহাড়ে বিপর্যয়ের পর বললেন মমতা! আশ্বাস দিলেন পর্যটকদেরও
  • পাহাড়ে প্রবল বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম । একের পর এক এলাকায় ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০।

VIEW MORE
advertisement
advertisement