একের পর এক 'সিক্রেট' ফাঁস! পড়ুন, কেন শুট হল 'সঞ্জু'র নতুন গান
Last Updated:
একের পর এক 'সিক্রেট' ফাঁস! পড়ুন, কেন শুট হল 'সঞ্জু'র নতুন গান
#মুম্বই: ইউটিউবে ঝড় তুলেছে 'সঞ্জু'র নতুন গান 'ম্যায় বড়িয়া তু ভি বড়িয়া'। গানটি গেয়েছেন সোনু নিগম ও সুনিধি চৌহান। গানটা শুনতে শুনতে এক ঝটকায় টাইম মেশিনে করে যেন চলে যাবেন, ৮০-র দশকে! রেট্রো লুক-এ রণবীর আর সোনম কাপুর। ডান্স ফ্লোরে আগুন!
সঞ্জয় দত্তর বায়োপিক 'সঞ্জু'! চিত্রনাট্যর প্রায় ৯০ শতাংশ সত্য ঘটনা অবলম্বনে লেখা। এই গানটার নেপথ্যেও একটা গল্প রয়েছে। একবার নাকি সুনীল দত্ত সঞ্জয়কে বলেছিলেন, সে ঠিকমতো লিপ সিঙ্ক করতে পারেন না। ব্যস! যেদ চেপে গেল ছেলের! প্রমাণ করতে নাছোড়, সে ঠিকমত লিপসিঙ্ক করতে পারে। আর সেই যেদ থেকেই শুট করা হল এই গান! এখানেই সঞ্জু ওরফে রণবীর কাপুর প্রমাণ করে ছাড়লেন, তিনি ঠিকমতো লিপসিঙ্ক করতে পারেন!
advertisement
সোনম কাপুর ট্যুইট করেন-
advertisement
গানটা শুনতে ক্লিক করুন-
Location :
First Published :
June 04, 2018 2:37 PM IST