‘কেন তুমি ফিরলে না আর ?’ প্রসেনজিৎকে বিস্ফোরক প্রশ্ন ঋতুপর্ণার
Last Updated:
#কলকাতা: একটা সময় টলি ইন্ডাস্ট্রির হিট জুটি ৷ ধীরে ধীরে সম্পর্কে যাওয়া ৷ সেই সম্পর্ক ছিন্ন হওয়া সব কিছুরই সাক্ষী থেকেছে টলিউড ৷ প্রায় এক দশক পর বাংলা ছবিতে ফিরেছে সেই জুটি ৷ আর ফিরেই সুপার ডুপার হিট ৷ এক্কেবারে ঠিক ধরেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি নিয়েই কথা বলা হচ্ছে ৷
দীর্ঘদিনের বিরতির পর ‘প্রাক্তন’দিয়ে কামব্যাক করেছিলেন এই দুই টলি-স্টার ৷ এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এ ফের দেখা গিয়েছে তাঁদের ৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণার সম্পর্ক নিয়ে কানাঘুষো তো কম হয়নি ৷ তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েই চলে ৷ এবার সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন নায়িকা নিজেই ৷
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করে বসলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রশ্নটা হল -"কেন তুমি ফিরলে না আর ?" তা শুনেই খানিকটা চমকে গেলেন বুম্বাদা।
advertisement
advertisement
সেই কেমিস্ট্রি এবার #KeHobeBanglarKotipoti-র মঞ্চে! কবে? কবে? কবে? সোম থেকে শুক্র, চোখ রাখুন ঠিক রাত 9টায় #ColorsBangla-য়। @prosenjitbumba @RituparnaSpeaks pic.twitter.com/ePC4VHCRbt
— Colors Bangla (@ColorsBangla) July 21, 2018
সম্প্রতি সামনে এসেছে বুম্বাদার শো কে হবে বাংলার কোটিপতির প্রোমো। হট সিটে বুম্বাদার বিপরীতে দেখা গেছে ঋতুপর্ণাকে। শো চলাকালীন তিনি বলেন, "কেন তুমি ফিরলে না আর ? ফাঁকা এ জেলে কেন তুলির রঙে রাঙা করল না আমাদের পৃথিবীটা ? কেন তোমাকে ফেরাতে পারলাম না আর ?"
advertisement
ভাবছেন এরপর কী হল ? তা জানতে এপিসোডটি সম্প্রচারিত হওয়ার অপেক্ষা করতে হবে। কিন্তু, হঠাৎ কেন এমন কথা বললেন ঋতুপর্ণা। প্রোমোতে দেখা যাচ্ছে, হাতে ডায়েরি ঋতুপর্ণার। আর এই লাইনগুলি তিনি পাঠ করে শোনাচ্ছেন প্রসেনজিৎকে।
view commentsLocation :
First Published :
July 21, 2018 2:16 PM IST