‘কেন তুমি ফিরলে না আর ?’ প্রসেনজিৎকে বিস্ফোরক প্রশ্ন ঋতুপর্ণার
Last Updated:
#কলকাতা: একটা সময় টলি ইন্ডাস্ট্রির হিট জুটি ৷ ধীরে ধীরে সম্পর্কে যাওয়া ৷ সেই সম্পর্ক ছিন্ন হওয়া সব কিছুরই সাক্ষী থেকেছে টলিউড ৷ প্রায় এক দশক পর বাংলা ছবিতে ফিরেছে সেই জুটি ৷ আর ফিরেই সুপার ডুপার হিট ৷ এক্কেবারে ঠিক ধরেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি নিয়েই কথা বলা হচ্ছে ৷
দীর্ঘদিনের বিরতির পর ‘প্রাক্তন’দিয়ে কামব্যাক করেছিলেন এই দুই টলি-স্টার ৷ এরপর কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’-এ ফের দেখা গিয়েছে তাঁদের ৷ প্রসেনজিৎ-ঋতুপর্ণার সম্পর্ক নিয়ে কানাঘুষো তো কম হয়নি ৷ তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েই চলে ৷ এবার সেই আলোচনার আগুনে ঘি ঢাললেন নায়িকা নিজেই ৷
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সরাসরি প্রশ্ন করে বসলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রশ্নটা হল -"কেন তুমি ফিরলে না আর ?" তা শুনেই খানিকটা চমকে গেলেন বুম্বাদা।
advertisement
advertisement
সেই কেমিস্ট্রি এবার #KeHobeBanglarKotipoti-র মঞ্চে! কবে? কবে? কবে? সোম থেকে শুক্র, চোখ রাখুন ঠিক রাত 9টায় #ColorsBangla-য়। @prosenjitbumba @RituparnaSpeaks pic.twitter.com/ePC4VHCRbt
— Colors Bangla (@ColorsBangla) July 21, 2018
সম্প্রতি সামনে এসেছে বুম্বাদার শো কে হবে বাংলার কোটিপতির প্রোমো। হট সিটে বুম্বাদার বিপরীতে দেখা গেছে ঋতুপর্ণাকে। শো চলাকালীন তিনি বলেন, "কেন তুমি ফিরলে না আর ? ফাঁকা এ জেলে কেন তুলির রঙে রাঙা করল না আমাদের পৃথিবীটা ? কেন তোমাকে ফেরাতে পারলাম না আর ?"
advertisement
ভাবছেন এরপর কী হল ? তা জানতে এপিসোডটি সম্প্রচারিত হওয়ার অপেক্ষা করতে হবে। কিন্তু, হঠাৎ কেন এমন কথা বললেন ঋতুপর্ণা। প্রোমোতে দেখা যাচ্ছে, হাতে ডায়েরি ঋতুপর্ণার। আর এই লাইনগুলি তিনি পাঠ করে শোনাচ্ছেন প্রসেনজিৎকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 2:16 PM IST