ঋদ্ধি একা এতটা অ্যাচিভ করতে পারত না: কৌশিক সেন
Last Updated:
ঋদ্ধি একা এতটা অ্যাচিভ করতে পারত না: কৌশিক সেন
#কলকাতা: আজ ঘোষিত হল, ৬৫ তম জাতীয় পুরস্কারের তালিকা। সেরা অভিনেতার শিরোপা পেলেন কৌশিক সেন পুত্র ঋদ্ধি সেন। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'নগরকীর্তন' ছবির জন্য পুরস্কৃত হন ঋদ্ধি।
এইমুহূর্তে ঋদ্ধি মুম্বইয়ে। ব্যস্ত প্রদীপ সরকারের ছবি 'এলা'র শুটিংয়ে। কো-স্টার কাজল।
এই খুশির মুহূর্তে ছেলে কাছে নেই! খানিকটা মন ভার মা রেশমি সেন ও কৌশিকে! ছেলের সাফল্যে কৌশিক যেমন গর্বিত, তেমনি এও জানালেন- ওর একার পক্ষে এতটা অ্যাচিভ করা সম্ভব হত না!
advertisement

ঋদ্ধির সাফল্যের প্রথম কৃতিত্ব পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের। দ্বিতীয় কৃতিত্ব অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। ঋদ্ধি ভাগ্যবান যে ওঁর মতো অসম্ভব ভাল, দক্ষ একজন সহ অভিনেতা পেয়েছিল। তৃতীয় কৃতিত্ব ওর মা রেশমি সেন-এর। ভাল অভিনয় করতে গেলে আগে একটা ভাল মানুষ হতে হয়। ঋদ্ধির মধ্যে সেই ভাল, পরিণত, সংবেদনশীল মননটা গড়ে তোলার সম্পূর্ণ ক্রেডিট রেশমির।
advertisement
চিত্রা সেন ও শ্যামল সেন-এর নাতি, সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ঋদ্ধি, ছোটথেকেই সাবলীল নাটকের মঞ্চে। যুক্ত নাট্যদল 'স্বপ্নসন্ধানী'র সঙ্গে। এরআগেও ঋদ্ধির বেশকিছু ছবি প্রশংসা কুড়িয়েছে। যেমন- ওপেন টি বায়োস্কোপ, সমান্তরাল, হিন্দি ছবি পার্চড। ২০১৬-এ গার্থ ডেভিস পরিচালিত হলিউডি ছবি 'লায়ন'-এও অভিনয় করেন ঋদ্ধি। কো-স্টার দেব প্যাটেল, ডেভিড ওয়েনহ্যাম, নিকোল কিডম্যান। ছবিটি ৬টা নমিনেশন পেয়েছিল অস্কারে
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
April 13, 2018 5:59 PM IST