খালি গা, সবুজ রঙের হাফপ্যান্ট, নেটিজেনদের হাতে খোরাক হলেন রণবীর সিং!
Last Updated:
একবার যদি সুযোগ পায় নেটিজেনরা, তাহলে কী আর ছেড়ে কথা বলবে? তার ওপর যদি সেলিব্রিটি নিজে থেকেই সে সুযোগ দিয়ে দেন, তাহলে তো আর কথাই নেই ! ট্রোলড হওয়া তো কপালে নাচবেই !
#মুম্বই: একবার যদি সুযোগ পায় নেটিজেনরা, তাহলে কী আর ছেড়ে কথা বলবে? তার ওপর যদি সেলিব্রিটি নিজে থেকেই সে সুযোগ দিয়ে দেন, তাহলে তো আর কথাই নেই ! ট্রোলড হওয়া তো কপালে নাচবেই !
এবার এই কম্মটি করে ফেললেন রণবীর সিং ৷ না, দীপিকার সঙ্গে প্রেম করে নয় বরং রণবীর সিংয়ের উদ্ভট পোশাকের জন্যই ট্রোল হলেন রণবীর ৷
গপ্পোটা হল, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর ৷ যেখানে দেখা গিয়েছে খালি গায়ে, পেশি ফুলিয়ে দাঁড়িয়ে আছেন রণবীর ৷ তবে নেটিজেনদের নজরে রণবীরের পেশি নয়, বরং রণবীর সিয়ং পরনে সবুজ রঙের বক্সারটিই আলোচনার বিষয় হয়ে উঠল ইনস্টাগ্রামে ৷
advertisement
advertisement
রণবীরের এই ছবি দেখে তাঁর কিছু ফ্যানেরা যেমন আবেগে প্রায় গলে গেলেন, তেমনি কিছু মানুষ শুরু করলেন এক কথা, কু-কথা ৷
ফ্যাশন সেন্স নিয়ে বরাবরই খবরে আসেন রণবীর সিং ৷ কখনও ফিল্মি ছাপওয়ালা কোট, তো কখনও রুপোলি রঙের ফুলপ্যান্ট ৷ কখনও মেট্রোসেক্সুয়াল হয়ে বাই জেন্ডার পোশাক ৷ রণবীর কিন্তু নজর কাড়েন তাঁর অভিনব পোশাকে ৷
advertisement
advertisement
Location :
First Published :
May 22, 2018 5:51 PM IST