কেরলে বন্যা বিধ্বস্ত মানুষদের নিজে হাতে খাওয়ার পরিবেশন করছেন রণদীপ হুডা
Last Updated:
#মুম্বই: থমকে গিয়েছে বন্যা বিধ্বস্ত কেরল। চারদিকে মৃত্যুমিছিল। ভেসে গিয়েছে শয়ে শয়ে বাড়ি, নিখোঁজ বহু মানুষ। রাজনৈতিক নেতা, শিল্পপতী, বাণিজ্যিক সংস্থা থেকে সাধারণ মানুষ...বন্যা বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গোটা দেশ। পিছিয়ে নেই ক্রীড়া জগত ও রুপোলি পর্দার তারকারাও! শাহরুখ খান, 'বাহুবলী' প্রভাস, অমিতাভ বচ্চন, অনুষ্কা শর্মা, বিরাট কোহলি থেকে সঙ্গীত পরিচালক রসুল পুকোট্টি, সুসান্ত সিং রাজপুত... সবাই বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত! তবে এঁদের মধ্যে অন্য নজির তৈরি করলেন রণদীপ হুডা।
কেরালায় বন্যা বিধ্বস্ত মানুষদের জন্য দিনরাত কাজ করে চলেছে খালসা এইড ইন্টারন্যাশনাল এবং তাঁদের এই সংস্থার এক সদস্য রণদীপ। তারকার তকমা ফেলে, রণদীপ গিয়ে দাঁড়িয়েছেন অসহায় মানুষদের মাঝে। তাঁদের নিজে হাতে খাবার পরিবেশন করছেন।
প্রাথমিক পর্যায় এই সংস্থা প্রতিদিন ২০০০ মানুষকে খাওয়ার বিতরণ করতে পারছিল। কিন্তু ফান্ড মেলায় বর্তমানে ১৫,০০০ মানুষকে প্রতিদিন তিনবেলা খাওয়ার পরিবেশন করছে খালসা। আর তাদের সঙ্গে দিনরাত এক করে খেটে চলেছেন রণদীপ হুডা!
advertisement
Location :
First Published :
August 24, 2018 1:29 PM IST