জুরি থেকে জনপ্রিয় চয়েস, সবেতেই বাজিমাত রেনবো জেলির

Last Updated:

রামধনুর রঙ যেন আরও গাঢ় হল ৷ কলকাতা ছেড়ে হায়দ্রাবাদেও সাড়া ফেলল রেনবো জেলি ৷ হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল এই ছবি ৷

#হায়দরাবাদ রামধনুর রং যেন আরও গাঢ় হল ৷ কলকাতা ছেড়ে হায়দরাবাদ সাড়া ফেলল রেনবো জেলি ৷ হায়দরাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ ছবির সম্মান পেল এই ছবি ৷ পপুলার চয়েস এবং জুরিদের পছন্দের ছবি হিসেবে সম্মানিত হয়েছে সৌকর্য ঘোষালের ছবি ৷ অর্থাৎ দুটি বিভাগেই সেরা রেনবো জেলি ৷

'এটাই দারুণ লাগছে ৷ দুটি ক্যাটাগরির সম্মানই প্রমাণ করছে রেনবো জেলির গ্রহণযোগ্যতা ৷ শুধুমাত্র জুরিদের সম্মান পেলে মনে হত ভাল ছবি তো বানালাম কিন্তু দর্শকরা সেভাবে পছন্দ করল না ৷ কিন্তু পপুলার ক্যাটাগরির পুরস্কারে স্পষ্ট সাধারণ মানুষও পছন্দ করেছে ছবিটি ৷ এই কারণেই তো ছবি বানানো ৷ পরিচালক হিসেবে চিরকালই এমন ছবিই বানাতে চাই ৷'

advertisement
বলছেন পরিচালক সৌকর্য ৷
advertisement
এছাড়াও আরও তিনটি পুরস্কার রেনবো জেলির ঝুলিতে ৷ সেরা অভিনেতা (পপুলার চয়েস) পেয়েছে ছবির নায়ক মহাব্রত বসু ৷ ছবিতে ঘোঁতনের ভূমিকায় মহাব্রতর অভিনয় অনবদ্য ৷ সেরা স্ক্রিন প্লের পুরস্কার পেয়েছেন সৌকর্য ও সেরা সম্পাদক অর্ঘ্যকমল মিত্র ৷ হায়দরাবাদের বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে রেনবো জেলি হাউজফুল হওয়াতে দারুণ খুশি পরিচালক ৷ এছাড়াও কলকাতার নন্দনে চলছে ছবিটি ৷ সপ্তাহান্তে হল ছিল প্রায় কানায় কানায় ভর্তি ৷ সব মিলিয়ে রেনবো জেলির বাজার এখন জমজমাট ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জুরি থেকে জনপ্রিয় চয়েস, সবেতেই বাজিমাত রেনবো জেলির
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement