সোনমের সঙ্গে আনন্দ, করিনার সঙ্গে সইফ, লন্ডনে একা করিশ্মা !
Last Updated:
৪৪ -এ পা দিলেন করিশ্মা ৷ গত বছরই স্বামী সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় করিশ্মার ৷
#মুম্বই: ৪৪ -এ পা দিলেন করিশ্মা কাপুর ৷ গত বছরই স্বামী সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় করিশ্মার ৷ গুজবে রয়েছে এখন নাকি মুম্বইয়ের এক ব্যবসায়ী সন্দীপের সঙ্গে সম্পর্কে আবদ্ধ করিশ্মা ৷ তবে তা যাই হোক লন্ডনে কিন্তু এবারের জন্মদিনটা একাই কাটাচ্ছেন করিশ্মা কাপুর ৷ পাশে করিনা, সইফ, সোনম, আনন্দ থাকলেও, নিজের বলতে করিশ্মার সঙ্গে নেই কেউ-ই ৷ তবে তাতে কি? লন্ডনে কিন্তু বেশ জমজমাট ভাবে পালন হচ্ছে করিশ্মার বার্থডে ৷



