Purulia News: ভোপালের মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন! তাক লাগালেন জঙ্গলমহলের দুই কন্যা

Last Updated:

Purulia News: ২০২১ সাল থেকে এই মহিলা ছৌ দল বাংলা, ঝাড়খন্ড-সহ একাধিক রাজ্য এমনকি বিদেশের মাটিতেও নিজেদের নৃত্যকলা পরিবেশন করেছেন। ‌এ বার ভোপালের মঞ্চেও তাঁদের নৃত্য মানুষের নজর কেড়েছে।

+
ভূপালের

ভূপালের মাটিতে নৃত্য পরিবেশন পুরুলিয়ার মেয়েদের

পুরুলিয়া: মানভূমের ঐতিহ্য ছৌ নিত্য। এই জেলার মানুষের রক্তের সঙ্গে মিশে রয়েছে ছৌ নাচ। ‌ জঙ্গলমহলের দুই বোন মৌসুমী চৌধুরী ও মিতালি চৌধুরী সুদূর মধ্যপ্রদেশের ভোপালে ছৌ নৃত্য পরিবেশন করে মঞ্চ কাঁপালেন। ভোপালের জনজাতি সংগ্রহালয়ের আয়োজিত ‘সম্ভাবনা’ নামে একটি অনুষ্ঠানে তারা এই নৃত্য প্রদর্শন করেন। তাঁদের মধ্যে একজন সেজেছিলেন দুর্গা, অন্য জন সেজেছিলেন কালি। তাঁদের ছৌ নৃত্যের থিম ছিল ‘রক্তাসুর বধ’। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির দুর্গোৎসব। ‌
অশুভ শক্তিকে নিধন করতে দেবী দুর্গার আগমন হতে চলেছে মর্তে। তাই দুর্গোৎসবের পূর্বেই বলরামপুরের প্রখ্যাত ছৌ নিত্য শিল্পী জগন্নাথ চৌধুরীর মালডির মিতালী মহিলা ছৌ দলের এই উপস্থাপনা। তাদের নৃত্যকলার পরিদর্শনী দেখে মুগ্ধ ভোপালবাসী।
২০২১ সাল থেকে এই মহিলা ছৌ দল বাংলা, ঝাড়খন্ড-সহ একাধিক রাজ্য এমনকি বিদেশের মাটিতেও নিজেদের নৃত্যকলা পরিবেশন করেছেন। ‌এ বার ভোপালের মঞ্চেও তাঁদের নৃত্য মানুষের নজর কেড়েছে। এ বিষয়ে নৃত্যশিল্পীরা জানান , ভূপালের মঞ্চে অভিনয় করতে পেরে তাদের ভীষণই ভালো লেগেছে। একেবারেই ভিন্ন অভিজ্ঞতা হয়েছে তাদের। তারা চান তাদের নৃত্যকলা আগামী দিনে আরও মানুষের মধ্যে তুলে ধরতে।
advertisement
advertisement
জঙ্গলমহলের বীররসের প্রথম মহিলা ছৌ শিল্পী মৌসুমী চৌধুরী। তাঁকে দেখেই তার বোন শ্যামলী চৌধুরী এগিয়ে আসেন। এমনকি তাঁদের দেখে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেক কিশোরী ও বালিকারা এই শিল্পকলায় অংশগ্রহণ করেছেন। বহু কাঠখড় পুড়িয়ে আজ তাঁদের এই সফলতা। ‌ তাঁদের সৌদল যেভাবে দেশ ও বিদেশের মঞ্চ কাঁপাচ্ছে, আগামী দিনে তাঁদের শিল্পকলার আরও প্রসার ঘটবে এমনটাই আশা করা যাচ্ছে।
advertisement
শমিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ভোপালের মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন! তাক লাগালেন জঙ্গলমহলের দুই কন্যা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement