Purulia News: ধানের গাদায় আগুন লাগায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে

Last Updated:

ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝালদা থানার অন্তর্গত পুরানো ঝালদা গ্রামে। যার জেরে চরম বিপাকে পড়তে হয়েছে গ্রামের দুই কৃষকে। কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক মাধব রজক ও মনোজ চৌরাশিরা।

+
title=

#পুরুলিয়া : ধানের গাদায় আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ঝালদা থানার অন্তর্গত পুরানো ঝালদা গ্রামে। যার জেরে চরম বিপাকে পড়তে হয়েছে গ্রামের দুই কৃষকে। কয়েক হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান কৃষক মাধব রজক ও মনোজ চৌরাশিরা। তারা জানিয়েছেন, ধান কাটার পর ধান ঝাড়াই এর জন্য চাষের জমিতেই ধানগুলি মজুদ করে রাখা ছিল। ‌‌‌‌‌কোনও অজ্ঞাত কারণে সেই মজুদ করা ধানের গাদায় আগুন লেগে যায়। যতক্ষণে তারা খবর পেয়েছিল ততক্ষণে প্রায় সমস্ত ধানই পুড়ে ছাই হয়ে গিয়েছিল।
আগুন নিয়ন্ত্রণের জন্য খবর দেওয়া হয় দমকলে। গ্রামের রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থল পর্যন্ত পৌঁছাতে পারেনি। স্থানীয় মানুষদের সহযোগিতায় অবশেষে নিকটবর্তী পুকুর থেকে পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সারা বছরের অর্জিত ফসল এভাবে আগুনে পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে কৃষকদের। সরকারের কাছে ক্ষতিপূরণের জন্য আবেদন জানিয়েছেন তারা।
advertisement
আরও পড়ুনঃ নেই পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা, উপযুক্ত পাঠ গ্রহণ থেকে বঞ্চিত ছাত্র-ছাত্রীরা!
জমির উপর ভিত্তি করেই চলে কৃষকদের জীবন। সারা বছর কঠোর পরিশ্রমের পর অর্জিত ফসল নষ্ট হয়ে গেলে চরম আর্থিক সংকটের মধ্যে পড়তে হয় তাদের। পুরানো ঝালদা গ্রামের দুই কৃষক মাধব রজক ও মনোজ চৌরাশিয়া এত বড় ক্ষতি কিভাবে সামাল দেবে সেই নিয়েই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তারা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ধানের গাদায় আগুন লাগায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement