Purulia News : মাধ্যমিকের নজরকাড়া সাফল্য পুরুলিয়ার যমজ ভূমি কন্যার
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে জেলার মানুষদের তাক লাগালো দুই যমজ বোন , জানেন কত নম্বর পেয়েছে তারা!
পুরুলিয়া : মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করে তাক লাগিয়ে দিল দুই যমজ বোন। স্কুলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা। একইসঙ্গে তাদের জন্ম , বড় হয়ে ওঠাও একসঙ্গেই। জীবনের প্রতিটি পদক্ষেপ একসঙ্গে চলেছে তারা চলা। একই সঙ্গে তারা দুজনে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দুজনেই নজিরবিহীন রেজাল্ট করে তাক লাগিয়ে দিল সমগ্র পুরুলিয়াবাসীকে।
প্রসঙ্গত , পুরুলিয়ার কাশিপুরে প্রত্যন্ত একটি গ্রাম রঞ্জনডি। এই গ্রামেরই দুই কন্যা শ্রেয়া বেলথরিয়া ও স্নেহা বেলথরিয়া। ছোট থেকেই পড়াশোনার প্রতি তাদের ছিল প্রবল আগ্রহ। বরাবরই তারা দু-জন দু-জনকে সমস্ত দিক থেকে সহায়তা করে এসেছে। কাশিপুর বিবেকানন্দ বিদ্যাপীঠের ছাত্রী তারা।
এ-বছর মাধ্যমিক পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে তারা। ৬৪৩ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে শ্রেয়া বেলথরিয়া ও ৬০৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে স্নেহা বেলথরিয়া। তাদের বাবা পেশায় শিক্ষক। তাদের এই সফলতার জন্য বাবা , মায়ের পাশাপাশি শিক্ষক – শিক্ষিকাদের ধন্যবাদ জ্ঞাপন করে তারা। দু-জনেই আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন।
advertisement
advertisement
আরও পড়ুন – Vande Bharat Express: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সময় খারাপ, এবার এল ‘এই’ বড় খবর
দুই যমজ বোনের এই নজিরবিহীন সাফল্যে খুশি গোটা গ্রামের মানুষেরা। পাশাপাশি দুই সন্তানের এই দুর্দান্ত রেজাল্টের জন্য খুশি তাদের পরিবারের সদস্যরা। আগামী দিনে তারা পরিবারের নাম তথা পুরুলিয়া জেলার নাম অনেকটাই উজ্জ্বল করবে এমনটাই আশা রাখছেন তারা।
advertisement
Sarmistha Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
May 22, 2023 12:04 AM IST