Purulia News: টেট পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঝালদা হাই স্কুলে!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
দীর্ঘ পাঁচ বছর পর রাজ্য স্তরের টেট পরীক্ষা শুরু হতে চলেছে। ঝালদা হাই স্কুলে চলছে টেট পরীক্ষা শেষ মুহূর্তের প্রস্তুতি।
#পুরুলিয়া: দীর্ঘ পাঁচ বছর পর রাজ্য স্তরে শুরু হতে চলেছে টেট পরীক্ষা। শিক্ষা দফতরের পক্ষ থেকে নানান সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়েছে টেট পরীক্ষাকে ঘিরে। পরীক্ষায় থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে টেট পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরুলিয়া জেলার ঝালদা মহকুমায় অবস্থিত ঝালদা হাই স্কুলেও চলছে টেট পরীক্ষার প্রস্তুতি। টেট পরীক্ষার প্রস্তুতির বিষয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এই স্কুলের মোট ২০০ জন টেট পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।
তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা, শ্রেণিকক্ষ সাফাই, পানীয় জল, আলোর ব্যবস্থার বিষয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। সরকারি যে সকল নির্দেশিকা দেয়া হয়েছে সেই মতোই সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মোবাইল, হাত ঘড়ি, জলের বোতল সবকিছুই নিষিদ্ধ থাকছে পরীক্ষা কেন্দ্রের ভিতর। নজরদারির জন্য থাকছে সিসিটিভির ব্যবস্থা। সকাল ১০ টার মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Sukanta Majumder: সুকান্ত মজুমদারকে কালো পতাকা, কনভয়ের সামনে বিক্ষোভ তৃণমূলের
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী এবছর টেট পরীক্ষা দেবেন। টেট পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত ট্রেন বাস চালানোর পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। ২০১৭ সালে শেষবার হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। দীর্ঘ পাঁচ বছর পর আবার টেট পরীক্ষা হওয়ায় কোনরকম খামতি রাখতে চায় না। রাজ্য শিক্ষা দপ্তর ও রাজ্য সরকার।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
First Published :
December 10, 2022 10:21 PM IST
