Cochbehar News: সফল ভাবে অণ্ডকোষ প্রতিস্থাপন! নজির গড়ল মেখলিগঞ্জ হাসপাতাল!

Last Updated:

আবার একবার বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। হাসপাতালে অণ্ডকোষের প্রতিস্থাপন করা হল এক ব্যাক্তির। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বাড়ি হলদিবাড়ি ব্লকের সিঞ্জার হাট এলাকায়।

অন্ডকোষ প্রতিস্থাপন
অন্ডকোষ প্রতিস্থাপন
#মেখলিগঞ্জ: আবার একবার বিরল অস্ত্রপ্রচারে সাফল্য পেল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। হাসপাতালে অণ্ডকোষর প্রতিস্থাপন করা হল এক ব্যাক্তির। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বাড়ি হলদিবাড়ি ব্লকের সিঞ্জার হাট এলাকায়। ঐ ব্যাক্তির অন্ডকোষে ইনফেকশন হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে সেই জায়গাটিতে পচন ধরে যায়।
পরে সেই ব্যক্তি শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসার জন্য শরনাপন্ন হন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। মেখলিগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেন। তারপর সেখানকার চিকৎসকরা তার অণ্ডকোষ অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করে পায়ের ভেতর ঢুকিয়ে দেয়। বর্তমানে সুস্থ রয়েছেন সেই ব্যক্তি।
হাসপাতালের সুপার তাপস দাস বলেন, "ঐ ব্যাক্তির অন্ডকোষ সফল ভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি সমস্ত কাজ স্বাভাবিক ভাবেই করতে পারবেন। এর আগেও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে থাইরয়েড, কিডনি স্টোনের সফল ভাবে অপারেশন হয়েছে। বর্তমানে মেখলিগঞ্জ হাসপাতাল বিরল কিছু অস্ত্রোপচারের মধ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে।" রোগীর আত্মীয়রা জানান, "দীর্ঘ সময় ধরে সমস্যা তৈরি হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: Sukanta Majumder: সুকান্ত মজুমদারকে কালো পতাকা, কনভয়ের সামনে বিক্ষোভ তৃণমূলের
অনেক সময় অপেক্ষা করার পর পরিস্থিতির অবনতি হতে থাকলে বিষয়টি নিয়ে আর অপেক্ষা না করে দ্রুত মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। তারপর অস্ত্রোপচারের মাধ্যমে রোগী বর্তমানে সুস্থঅবস্থায় রয়েছে।" তবে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের এই সাফল্য সাধারণ মানুষের কাছে মহকুমা হাসপাতালের পরিকাঠামোর চিত্রকে সঠিক ভাবে তুলে ধরতে সাহায্য করবে।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cochbehar News: সফল ভাবে অণ্ডকোষ প্রতিস্থাপন! নজির গড়ল মেখলিগঞ্জ হাসপাতাল!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement