Cochbehar News: সফল ভাবে অণ্ডকোষ প্রতিস্থাপন! নজির গড়ল মেখলিগঞ্জ হাসপাতাল!
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
আবার একবার বিরল অস্ত্রোপচারে সাফল্য পেল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। হাসপাতালে অণ্ডকোষের প্রতিস্থাপন করা হল এক ব্যাক্তির। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বাড়ি হলদিবাড়ি ব্লকের সিঞ্জার হাট এলাকায়।
#মেখলিগঞ্জ: আবার একবার বিরল অস্ত্রপ্রচারে সাফল্য পেল মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল। হাসপাতালে অণ্ডকোষর প্রতিস্থাপন করা হল এক ব্যাক্তির। মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির বাড়ি হলদিবাড়ি ব্লকের সিঞ্জার হাট এলাকায়। ঐ ব্যাক্তির অন্ডকোষে ইনফেকশন হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে সেই জায়গাটিতে পচন ধরে যায়।
পরে সেই ব্যক্তি শারীরিক সমস্যা নিয়ে চিকিৎসার জন্য শরনাপন্ন হন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে। মেখলিগঞ্জ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেন। তারপর সেখানকার চিকৎসকরা তার অণ্ডকোষ অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিস্থাপন করে পায়ের ভেতর ঢুকিয়ে দেয়। বর্তমানে সুস্থ রয়েছেন সেই ব্যক্তি।
হাসপাতালের সুপার তাপস দাস বলেন, "ঐ ব্যাক্তির অন্ডকোষ সফল ভাবে প্রতিস্থাপন করা হয়েছে। তিনি সমস্ত কাজ স্বাভাবিক ভাবেই করতে পারবেন। এর আগেও মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে থাইরয়েড, কিডনি স্টোনের সফল ভাবে অপারেশন হয়েছে। বর্তমানে মেখলিগঞ্জ হাসপাতাল বিরল কিছু অস্ত্রোপচারের মধ্যে ব্যাপক সাফল্য লাভ করেছে।" রোগীর আত্মীয়রা জানান, "দীর্ঘ সময় ধরে সমস্যা তৈরি হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: Sukanta Majumder: সুকান্ত মজুমদারকে কালো পতাকা, কনভয়ের সামনে বিক্ষোভ তৃণমূলের
অনেক সময় অপেক্ষা করার পর পরিস্থিতির অবনতি হতে থাকলে বিষয়টি নিয়ে আর অপেক্ষা না করে দ্রুত মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রোগীকে। তারপর অস্ত্রোপচারের মাধ্যমে রোগী বর্তমানে সুস্থঅবস্থায় রয়েছে।" তবে বিরল অস্ত্রোপচারের মাধ্যমে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের এই সাফল্য সাধারণ মানুষের কাছে মহকুমা হাসপাতালের পরিকাঠামোর চিত্রকে সঠিক ভাবে তুলে ধরতে সাহায্য করবে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 10, 2022 10:04 PM IST