Shani Kripa 2023: নতুন বছরে কাঁপাবেন! শনিবার চোখের সামনে এই ঘটনাগুলি ঘটলেই মালামাল, কারোর সাধ্য নেই আটকায়

Last Updated:
Shani Kripa 2023: এই ঘটনা ঘটা মানেই শনি অত্যন্ত সন্তুষ্ট, জীবনে শুধুই উন্নতি আর উন্নতি
1/11
শনিবার গ্রহরাজ শনিকে উ‍ৎসর্গের দিন শনিবার জীবনকে খুশিতে ভরিয়ে দিতে পারে আবার সেই শনিবারই জীবনকে বরবাদ করতে পারে ৷ গ্রহারজ শনিদেব ফল প্রদান করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
শনিবার গ্রহরাজ শনিকে উ‍ৎসর্গের দিন শনিবার জীবনকে খুশিতে ভরিয়ে দিতে পারে আবার সেই শনিবারই জীবনকে বরবাদ করতে পারে ৷ গ্রহারজ শনিদেব ফল প্রদান করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
গ্রহরাজ শনিদেব কোনও ভাবেই কোনও অন্যায় সহ্য করেন না ৷ তিনি অত্যনন্ত ধীর গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
গ্রহরাজ শনিদেব কোনও ভাবেই কোনও অন্যায় সহ্য করেন না ৷ তিনি অত্যনন্ত ধীর গতিতে এক রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
কর্মফল অনুযায়ী শনি পুরস্কার বা তিরস্কারও করেন ৷ প্রচলিত আছে প্রতিটি মানুষকেই জীবনে কোনও না কোনও সময়েই ঢাইয়া বা সাড়ে সাতির মত মহাদশার সম্মুখীন হতে হয় ৷ প্রতীকী ছবি ৷
কর্মফল অনুযায়ী শনি পুরস্কার বা তিরস্কারও করেন ৷ প্রচলিত আছে প্রতিটি মানুষকেই জীবনে কোনও না কোনও সময়েই ঢাইয়া বা সাড়ে সাতির মত মহাদশার সম্মুখীন হতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
তবে কর্মফল ভাল হলে কঠিন সময়েও খারাপ কিছু হবেনা ৷ গ্রহরাজ শনিদেব কারও উপরে সন্তুষ্ট হলে সেই ব্যক্তিকে মালামাল করে দেন ৷ প্রতীকী ছবি ৷
তবে কর্মফল ভাল হলে কঠিন সময়েও খারাপ কিছু হবেনা ৷ গ্রহরাজ শনিদেব কারও উপরে সন্তুষ্ট হলে সেই ব্যক্তিকে মালামাল করে দেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
শনি সন্তুষ্ট হলেই রাজা হতে পারেন সেই ব্যক্তি ৷ এরজন্য একদমই সময় লাগবেনা ৷ খেয়াল রাখতে হবে শনি বিশেষ চিহ্নের মাধ্যমে ভাগ্যকে সামলে রাখেন ৷ প্রতীকী ছবি ৷
শনি সন্তুষ্ট হলেই রাজা হতে পারেন সেই ব্যক্তি ৷ এরজন্য একদমই সময় লাগবেনা ৷ খেয়াল রাখতে হবে শনি বিশেষ চিহ্নের মাধ্যমে ভাগ্যকে সামলে রাখেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
শনিবার রাস্তায় এই সমস্ত ঘটনা ঘটলে বুঝতে পারবেন শনি অত্যন্ত সদয় হতে চলেছেন ৷ খুব তাড়াতাড়ি ভাল কিছু ঘটতে চলেছে ৷ খারাপ জীবন থেকে চলে যাবে ভাল কিছু ঘটতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
শনিবার রাস্তায় এই সমস্ত ঘটনা ঘটলে বুঝতে পারবেন শনি অত্যন্ত সদয় হতে চলেছেন ৷ খুব তাড়াতাড়ি ভাল কিছু ঘটতে চলেছে ৷ খারাপ জীবন থেকে চলে যাবে ভাল কিছু ঘটতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
শনিবার দীন বা হীনের সেবা করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন ৷ শনিবার সকালে দুয়ারে ভিক্ষুক এলে তাঁর প্রতি কোনও খারাপ আচরণ করবেন না ৷ এই বিষয়টি অত্যন্ত শুভ, শনির সন্তুষ্টি হিসাবেও ধরা হয় ৷ প্রতীকী ছবি ৷
শনিবার দীন বা হীনের সেবা করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন ৷ শনিবার সকালে দুয়ারে ভিক্ষুক এলে তাঁর প্রতি কোনও খারাপ আচরণ করবেন না ৷ এই বিষয়টি অত্যন্ত শুভ, শনির সন্তুষ্টি হিসাবেও ধরা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
যদি সাফাই কর্মীদের দেখতে পান শনিবার সেক্ষেত্রে অত্যন্ত ভাল হতে পারে দিন ৷ কোনও ঝাড়ুদারকে দেখতে পান সেটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ এর অর্থ সদা সর্বদা শনিদেব সঙ্গে অছেন ৷ সাফল্য আটকাতে পারবেনা কেউই ৷ প্রতীকী ছবি ৷
যদি সাফাই কর্মীদের দেখতে পান শনিবার সেক্ষেত্রে অত্যন্ত ভাল হতে পারে দিন ৷ কোনও ঝাড়ুদারকে দেখতে পান সেটি অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ এর অর্থ সদা সর্বদা শনিদেব সঙ্গে অছেন ৷ সাফল্য আটকাতে পারবেনা কেউই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
শনিবার রাস্তায় কালো কুকুর দেখা অত্যন্ত শুভ কেননা কালো কুকুর শনির বাহন বলে মনে করা হয় তাই রাস্তায় কোলে কুকুর দেখা অত্যন্ত শুভ ৷ প্রতীকী ছবি ৷
শনিবার রাস্তায় কালো কুকুর দেখা অত্যন্ত শুভ কেননা কালো কুকুর শনির বাহন বলে মনে করা হয় তাই রাস্তায় কোলে কুকুর দেখা অত্যন্ত শুভ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
সেই কুকুরকে যদি দুধ, সরষের তেলের পরোটা, রুটি খাওয়ালে ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
সেই কুকুরকে যদি দুধ, সরষের তেলের পরোটা, রুটি খাওয়ালে ভাল হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷
উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা ৷ নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement