Purulia News : আয়োজিত হল থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা শিবির, দেখুন কোথায়?
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
বিদ্যালয়ের ছাত্রীদের থ্যালাসেমিয়ার বিষয়ে সচেতন করতে একটি বিশেষ শিবিরের আয়োজন পুরুলিয়ার হুটমুড়া হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ে
পুরুলিয়া : থ্যালাসেমিয়া সম্পর্কে স্কুলের পড়ুয়াদের সচেতন করতে একটি থ্যালাসেমিয়া ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল পুরুলিয়ার হুটমুড়া হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতাল ও মেডিকেল কলেজের সহযোগিতায় শুক্রবার এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গণে। এই ক্যাম্পে অংশ নেন বিদ্যালয়ের প্রায় ১২০ জন ছাত্রী। এই ক্যাম্পে ছাত্রীদের থ্যালাসেমিয়ার সম্পর্কে বিশেষ সচেতনতামূলক উপদেশ দেওয়া হয়। এ বিষয়ে পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডক্টর নয়ন মুখার্জি বলেন, বিগত কয়েক মাস যাবত পুরুলিয়ার বিভিন্ন স্কুলে থ্যালাসেমিয়া ক্যাম্প আমরা করে আসছি।
প্রথম থেকেই যদি থ্যালাসেমিয়া সনাক্তকরণ করা যায় তাহলে বেশ কিছু সচেতনতা অবলম্বন করা যাবে। যার ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরবর্তী প্রজন্মের জন্য বেশ কিছু সতর্কতা অবলম্বন করা সম্ভব হবে। তাই সকলকে সচেতন করতে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। আগামী দিনে এধরনের আরও সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হবে।
আরও পড়ুনঃ ঘনীভূত ঘূর্ণাবর্ত! রাজ্যের আমূল ভোলবদল, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব? জানুন
এ বিষয়ে পুরুলিয়া হুটমুড়া হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয় এর সহ-শিক্ষিকা বলেন, স্কুলের ছাত্রীদের রক্তের নমুনা সংগ্রহ করে তাদের থ্যালাসেমিয়ার পরীক্ষা করা হয়েছে। আগামী দিনে তাদেরকে সেই রক্তের পরীক্ষার রিপোর্ট দেওয়া হবে। এতে অনেকটাই উপকৃত হবে ছাত্রীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাহাড়বাসীর জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, জেনে নিন কোথায়?
এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক ডাঃ নয়ন মুখার্জি, পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিকেল কলেজের থ্যালেসেমিয়ার ক্যাম্পের কাউন্সিলরা মুনমুন চ্যাটার্জি, কল্যাণী নন্দী ও সৌভিক মুখার্জি সহ অন্যান্যরা। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা ।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 15, 2023 4:03 PM IST







