Purulia News: পাহাড়বাসীর জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা, জেনে নিন কোথায়?
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
পাহাড়বাসীদের কথা চিন্তা করে নিশুল্ক স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিনামূল্যের এই স্বাস্থ্য পরিষেবায় কি কি থাকছে সেখানে জানুন!
পুরুলিয়া: আদিবাসী অধ্যুষিত এলাকা পুরুলিয়ার অযোধ্যা। আজও সেখানে বহু আদিবাসী পরিবার উন্নত মানের চিকিৎসা থেকে বঞ্চিত। জটিল সমস্যা হলে বহু ক্ষেত্রেই তাদেরকে পুরুলিয়ার শহরে গিয়ে চিকিৎসা করাতে হয়। আর তাই এই আদিবাসী সম্প্রদায়ের মানুষদের পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছে একটি বেসরকারি সংস্থা। ইতিপূর্বেই পাহাড়বাসীর জন্য এই সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এই বেসরকারি সংস্থা গত জুন মাসে একটি চারতারা হোটেলে বিনামূল্যে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। পুনরায় সেই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার নিঃশুল্ক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। বিনামূল্যে কার্ডিওলোজি, অর্থোপেডিক, চক্ষু পরীক্ষা, ব্লাড প্রেসার, ই.সি.জি, সি.বি.জি পরীক্ষা করে বিনামূল্যে ঔষুধের ব্যবস্থা করা হয় এই শিবিরে।
advertisement
advertisement
এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার ডাইরেক্টর নরেশ আগারওয়াল বলেন , পাহাড়বাসীদের কথা চিন্তা করেই সব সময় নিশুল্ক স্বাস্থ্য শিবির ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। আমরা চেষ্টা করি আদিবাসী মানুষদের পাশে থাকার। আগামী দিনেও আমরা চেষ্টা করব তাদের পরিষেবা দেওয়ার।
অন্যদিকে নিঃশুল্ক স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে পেরে খুশি আপামর পাহাড়বাসী। ওই বেসরকারি সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা ।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2023 5:50 PM IST