Higher Secondary Examination 2023: পরীক্ষা শুরুর আগে হাতে এল গোলাপ ও পেন, উপহারে খুশি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউটেশনে হাজির হন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও কলম তুলে দেন।
পুরুলিয়া: ভালোভাবেই মিটল প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়। তবে উচ্চশিক্ষা সংসদের নির্দেশে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা। অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়াতেও এদিন সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। তবে সংসদের নিয়ম মেনেই নির্দিষ্ট নির্ঘণ্ট ধরে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের প্রতিটি পর্ব সম্পন্ন হয়েছে।
জেলার নামকরা স্কুল মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউটেশনে এদিন সকাল থেকেই কড়া পুলিশি প্রহরা লক্ষ্য করা যায়। এই স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৬ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউটেশনে হাজির হন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি পরীক্ষার্থীদের হাতে গোলাপ ও কলম তুলে দেন। তাঁর সঙ্গে ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতির সদস্যরা। পরীক্ষা শুরুর আগে এই শুভেচ্ছা পেয়ে মন হালকা হয় পরীক্ষার্থীদেরও।
advertisement
আরও পড়ুন: সংসদ বলেছিল ১ ঘণ্টা আগে, সাড়ে আটটাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সন্তানকে নিয়ে হাজির অভিভাবকরা
advertisement
জেলা পরিষদের সভাধিপতির এই উদ্যোগকে স্বাগত জানান মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। করোনা পর্বের জেরে গত দু'বছর পরিচিত ছন্দে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হতে পারেনি। কিন্তু এবার আবার পুরনো রীতিতেই হচ্ছে উচ্চমাধ্যমিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়ন করা হয় পুলিশ বাহিনী। সব মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসন সমানভাবে তৎপর।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 4:32 PM IST