Higher Secondary Examination 2023: সংসদ বলেছিল ১ ঘণ্টা আগে, সাড়ে আটটাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সন্তানকে নিয়ে হাজির অভিভাবকরা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
Last Updated:
এদিন সকাল সাড়ে আটটার পর থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে পড়ুয়া ও অভিভাবকরা জড়ো হতে শুরু করে। কারণ সংসদের নির্দেশ অনুযায়ী সকাল ৯ টা থেকে প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষা করে পরীক্ষাকেন্দ্রে ঢোকানো শুরু হওয়ার কথা ছিল। সেই নির্দেশিকা মেনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের সব কিছু হয়েছে।
পশ্চিম বর্ধমান: কড়া নিরাপত্তার ঘেরাটোপে সম্পন্ন হল প্রথম দিনের উচ্চমাধ্যমিক পরীক্ষা। উচ্চশিক্ষা সংসদ নির্দেশিকা দিয়ে জানিয়েছিল প্রথম দিন পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের। সেই মত আসানসোল ও দুর্গাপুরের স্কুলগুলির সামনে সকাল থেকেই পরীক্ষার্থীদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। সেই সঙ্গে ছিল অভিভাবকদের ভিড়। তবে মনে উদ্বেগ থাকলেও প্রথমদিন সবকিছুই মোটামুটি ভালোভাবেই মিটেছে।
বরাবরের মত এবারও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। অর্থাৎ বাংলা মিডিয়ামের পড়ুয়াদের জন্য বাংলা ভাষা পরীক্ষা এবং হিন্দি মিডিয়াম স্কুলের পড়ুয়াদের জন্য ছিল হিন্দি ভাষা পরীক্ষা। এছাড়াও ইংরেজি সাঁওতালি উর্দু নেপালি যাদের প্রথম ভাষা সেই সব পড়ুয়াদের জন্য সংশ্লিষ্ট ভাষাগুলির পরীক্ষা ছিল। এদিন সকাল সাড়ে আটটার পর থেকেই পরীক্ষা কেন্দ্রগুলির সামনে পড়ুয়া ও অভিভাবকরা জড়ো হতে শুরু করে। কারণ সংসদের নির্দেশ অনুযায়ী সকাল ৯ টা থেকে প্রত্যেক পড়ুয়াকে পরীক্ষা করে পরীক্ষাকেন্দ্রে ঢোকানো শুরু হওয়ার কথা ছিল। সেই নির্দেশিকা মেনেই উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের সব কিছু হয়েছে।
advertisement
আরও পড়ুন: খোলা বাজারে বিক্রি হচ্ছিল বিরল প্রজাতির কচ্ছপ, তারপরই ঘটল ম্যাজিক! অদ্ভুতভাবে সেই কচ্ছপ পেল বন দফতর
advertisement
এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষভাবে সতর্ক আছে জেলা প্রশাসন ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। পুলিশকে বলে দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া সমস্যায় পড়লে তৎক্ষণাৎ তাদের সবরকম সাহায্য করতে হবে। অন্যদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং প্রশ্নপত্র ফাঁস ও নকল হওয়ার রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। জেলার বেশ কিছু কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে। সেখানে রয়েছে মেটাল ডিটেক্টর। মোবাইল ফোন সহ যেকোনরকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা নিষিদ্ধ পরীক্ষার্থীদের।
advertisement
নয়ন ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 4:10 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Higher Secondary Examination 2023: সংসদ বলেছিল ১ ঘণ্টা আগে, সাড়ে আটটাতেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সন্তানকে নিয়ে হাজির অভিভাবকরা