Purulia News : মাধ্যমিকের চতুর্থতম দিনেও হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়া!

Last Updated:

পুরুলিয়া : মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে শুরু করে। মনের অদম্য ইচ্ছাশক্তি ও প্রবল জেদ  এক সঙ্গে মিলেমিশে মনোবল বাড়াচ্ছে রঘুনাথপুরের নাতাশার।

মাধ্যমিকের চতুর্থতম দিনেও হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়া!
মাধ্যমিকের চতুর্থতম দিনেও হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়া!
পুরুলিয়া : ছাত্র-ছাত্রীদের জীবনের সবথেকে বড় পরীক্ষা হল মাধ্যমিক। এই মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিতে শুরু করে। মনের অদম্য ইচ্ছাশক্তি ও প্রবল জেদ  এক সঙ্গে মিলেমিশে মনোবল বাড়াচ্ছে রঘুনাথপুরের নাতাশার। রাজ্য জুড়ে চলছে ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষা। পুরুলিয়াতেও বহু পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। ‌তেমনই এক ছাত্রী রঘুনাথপুরের নাতাসা খাতুন।
আরও পড়ুনঃ পুরুলিয়ায় আবারও মৌমাছির আক্রমণে গুরুতর আহত এক ব্যক্তি, হাসপাতালে কীভাবে চিকিৎসা হচ্ছে দেখুন
মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেই অসুস্থ অবস্থায় পুরুলিয়ার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয় নাতাশা। মাধ্যমিক শুরু হওয়ার প্রথম দিনে  বাংলা পরীক্ষা সে নিজের স্কুল রঘুনাথপুর জিডি অ্যান্ড ইনস্টিটিউটে গিয়ে দিতে পেরেছিল। কিন্তু দ্বিতীয় দিন থেকেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা দিচ্ছে সে। স্কুল কর্তৃপক্ষ ও হাসপাতালের সহযোগিতায়‌ এবং রঘুনাথপুর থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই চলছে তাঁর মাধ্যমিক পরীক্ষা। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একটি অন্য রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে নাতাশার। মাধ্যমিকে চতুর্থতম দিনেও একইভাবে জীবন বিজ্ঞান পরীক্ষা দিল সে। নাতাশার জন্য যারা যারাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে। আগামী দিনে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নাতাশার।
advertisement
আরও পড়ুনঃ  বাল্য বিবাহ আটকে পেয়েছিলেন পুরস্কার! আজ সেই মেয়েই অভাবের শিকার..
মাধ্যমিক পরীক্ষা কে ঘিরে বরাবরই ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্যরকম একটা উচ্ছ্বাস থাকে। ‌ উচ্চশিক্ষার প্রথম পদক্ষেপ হল মাধ্যমিক। তাই মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলাফল করতে সব সময় চেষ্টা থাকে পরীক্ষার্থীরা। একইভাবে শারীরিক অসুস্থতাকে পিছনে ফেলে পরীক্ষা দিচ্ছে পুরুলিয়া নাতাশা খাতুন।
advertisement
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : মাধ্যমিকের চতুর্থতম দিনেও হাসপাতালে বসেই পরীক্ষা দিচ্ছে পড়ুয়া!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement