Purulia News : সাপ ধরা ও খেলা নিষিদ্ধ! কাজের অভাবে খাওয়ার জুটছে না পুরুলিয়ার সাপুড়েদের!

Last Updated:

Purulia News: এককালে সাপ খেলা দেখিয়ে রুটি রুজির জোগাড় করতেন সাপুড়েরা। কিন্তু এখন সেই সাপ খেলা একবারেই বন্ধ! অভাবে দিন কাটছে সাপুড়েদের!

+
অর্থ

অর্থ অভাবে সাপুড়েরা

#পুরুলিয়া: ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুসারে সাপ ধরা বর্তমানে দণ্ডনীয় অপরাধ। ফলতো রুটি রুজিতের টান পড়েছে সাপুড়েদের। এককালে সাপ খেলা দেখিয়ে‌ যারা মানুষকে আনন্দ দিত আজ তারাই অভাবের তাড়নায় মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে। কোন রকমে দিনগুজরান করছেন সাপুড়েরা। পুরুলিয়া ২ নম্বর ব্লকের পেঁড়রা গ্রামপঞ্চায়েতের লোহারসোল গ্ৰামে বেদিয়া তথা সাপুড়েদের বাস। এই গ্রামের প্রায় ৫০টি পরিবার সাপুড়ে। বর্তমানে তারা চরম আর্থিক সংকটে ভুগছেন। আগের মত আর চল নেই সাপ খেলার।
সাপ খেলা দেখাতে গেলে নানান কটুক্তির সম্মুখীন হতে হয় তাদের। আর্থিক অভাবের কারণে লেখাপড়াও করতে পারছে না লোহারসোল গ্ৰামের সাপুড়েদের ছেলেমেয়েরা। সরকারের থেকে রেশন মিললেও এখনও পর্যন্ত মেলেনি আবাস যোজনার ঘর। সরকার তাদের রোজগারের জন্য বিকল্প কিছু ব্যবস্থা করুক দাবি জানিয়েছেন সাপুড়েরা।
advertisement
advertisement
সমাজের দ্রুত অগ্রগতির সাথে সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য সাপের খেলা। এককালে দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত সাপ খেলা দেখিয়ে বেড়াতো সাপুড়েরা। সাপ খেলা দেখানোর পাশাপাশি বেদে ও বেদেনিরা নানান ঔষধি, তাবিজ, তাগা, মাদুলি বিক্রি করে নিজেদের পেট চালাতো। আজ সে সব অতীত। হত দারিদ্রতার মধ্যে দিয়ে কোনরকমে বেঁচে রয়েছেন তারা।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : সাপ ধরা ও খেলা নিষিদ্ধ! কাজের অভাবে খাওয়ার জুটছে না পুরুলিয়ার সাপুড়েদের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement