Purulia News: এসি রেস্তোরাঁয় বসে মাত্র ১৬০ টাকায় আনলিমিটেড চিকেন থালি, জানেন কোথায়!

Last Updated:

Purulia News: ভোজন রসিক মানুষের বরাবরই খাবারের প্রতি আলাদা ক্রেজ থাকে। তাই খাবারের সন্ধানে তাঁরা চলে যান যে কোনও জায়গাতেই। আর তার উপর যদি হয় আনলিমিটেড খাওয়া-দাওয়া তাহলে তো আর কোনও কথাই থাকে না।

+
১৬০

১৬০ টাকায় আনলিমিটেড চিকেন থালি

পুরুলিয়া: ভোজন রসিক মানুষের বরাবরই খাবারের প্রতি আলাদা ক্রেজ থাকে। তাই খাবারের সন্ধানে তাঁরা চলে যান যে কোনও জায়গাতেই। আর তার উপর যদি হয় আনলিমিটেড খাওয়া-দাওয়া তাহলে তো আর কোনও কথাই থাকে না। এবার ভোজন রসিক মানুষদের আনলিমিটেড খাওয়া-দাওয়া ব্যবস্থা করতে এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়ার একটি রেস্তোরাঁ। মাত্র ১৬০ টাকার বিনিময়ে আনলিমিটেড চিকেন থালি দিচ্ছে পুরুলিয়ার বরাবাজারের এই রেস্তোরাঁ।
আরও পড়ুনঃ মজবুত হবে দাঁত, ক্ষয় থেকে বাঁচবে হাড়! রোজের সঙ্গী করুন এই ‘উপদান’…ভরে ভরে আছে ভিটামিন!
সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই রেস্তোরাঁ। বিগত দেড় বছর আগে থেকে শুরু হয়েছে এই রেস্তরাঁর পথ চলা শুরু। তারপর থেকে তারা মানুষের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। আর তাদের এই ১৬০ টাকায় আনলিমিটেড চিকেন থালি রীতিমতসাড়া ফেলে দিয়েছে গোটা জেলায়। এ বিষয়ে রেঁস্তরা কর্তৃপক্ষের সদস্য পার্সনাথ মহান্তি বলেন, আমাদের ১৬০ টাকার চিকেন থালির যথেষ্ট ক্রেজ রয়েছে। ক্রেতারা খুবই স্যাটিস্ফাই এই থালি খেয়ে।
advertisement
বহুদূর দুরন্ত থেকে তাদের এই থালির টানে অনেকেই আসেন। সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত এই থালি পাওয়া যায় এই রেস্তোরাঁয়। এ বিষয়ে রেস্তোরাঁয় আসা গ্রাহক বলেন, এসি রেস্তোরাঁয় বসে এত কম দামে চিকেন থালি পুরুলিয়াতে আর কোথাও পাওয়া যায় না। তাই তিনি বারবার এ রেস্তোরাঁয় খাবার খেতে আসেন। এখানে খাবারের ব্যবস্থা টেস্টও খুব ভাল।
advertisement
advertisement
বর্তমান দ্রব্যমূল্যের বাজারে এত কম দামে এসি রেস্তোরাঁয় বসে আনলিমিটেড চিকেন থালি পুরুলিয়াতে আর কোথাও পাওয়া যায় না বললেই চলে। কোয়ালিটি ও কোয়ান্টিটি মেন্টেন করে ক্রেতাদের মনে অনেকখানি জায়গা করে নিয়েছে বরাবাজারের এই রেস্তোরাঁ। তাই খাদ্য প্রেমী মানুষদের পছন্দের তালিকায় এই রেস্তোরাঁর নাম জুড়ে গিয়েছে।
শমিষ্ঠা ব্যানার্জি
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: এসি রেস্তোরাঁয় বসে মাত্র ১৬০ টাকায় আনলিমিটেড চিকেন থালি, জানেন কোথায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement