Purulia News: চাকরিপ্রার্থীদের পাশে পুলিশ, অভিনব উদ্যোগ নিয়ে চালু 'পথের দিশা'! জানুন

Last Updated:

Purulia News: প্রত্যন্ত এলাকার চাকরিপ্রার্থীদের জন্য পুরুলিয়া জেলার পুলিশের পক্ষ থেকে নিশুল্ক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জানুন

+
চাকরির

চাকরির উদ্যোগ

পুরুলিয়া: চাকরির পরীক্ষার্থীদের জন্য এক অভিনব উদ্যোগ নিল পুরুলিয়া জেলা পুলিশ। চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারদর্শী করে তুলতে পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে নিশুল্ক প্রশিক্ষণ কোচিং ক্লাসের সূচনা করা হল। নাম দেওয়া হয়েছে 'পথের দিশা'।
এই প্রশিক্ষণ শিবিরটি করা হয়েছে অযোধ্যা পাহাড়ের পাদদেশে আশ্রমধর্মী মাধ্যমিক বিদ্যালয়ে। ‌রবিবার আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির সূচনা করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় , জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার ) অম্লান কুসুম ঘোষ, এসডিপিও (ঝালদা) সুব্রত দেব-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।‌
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, সদ্যোজাতকে কোলে নিয়েই হাসাপাতালের বিছানায় অঙ্ক কষলেন সবিতা! দেখুন
এ বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরও আগ্রহী করে তুলতেই এহেন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপাতত ৮০ জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হচ্ছে, জেলা পুলিশের পদস্থ কর্তারা প্রতি রবিবার সেখানে গিয়ে প্রশিক্ষণ দেবেন। তাছাড়াও বিভিন্ন শিক্ষকেরাও এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষণ দেবেন। পুরুলিয়া জেলা পুলিশের এই উদ্যোগে খুশি চাকরিপ্রার্থীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: পায়ে লেখা নাম-মোবাইল নম্বর, রহস্যজনক পায়রাকে ঘিরে তোলপাড় পশ্চিমবঙ্গ!
এ বিষয়ে এক পরীক্ষার্থী জানিয়েছেন, এর আগে অযোধ্যা পাহাড়ে এরকম কোনও প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়নি। পুলিশের উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্রের ফলে চাকরির জন্য প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হবে। এর ফলে আগামী দিনে পরীক্ষার প্রস্তুতি নিতেও তাঁদের অনেক সুবিধা হবে। ‌প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই পুরুলিয়া জেলা পুলিশের এই উদ্যোগ। পুলিশের এই উদ্যোগের ফলে চাকরি পরীক্ষার্থীদের অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে। ‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: চাকরিপ্রার্থীদের পাশে পুলিশ, অভিনব উদ্যোগ নিয়ে চালু 'পথের দিশা'! জানুন
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement