Purulia News : ৬-ই সেপ্টেম্বরে কী ঘটেছিল? কুড়মি সমাজ কেন এই দিনে কালা দিবস পালন করে? জানুন
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Purulia News: প্রতি বছরই আদিবাসী কুড়মি সমাজের মানুষেরা পালন করেন কালা দিবস!
পুরুলিয়া : দিনটি ছিল ১৯৫০ সালের ৬-ই সেপ্টেম্বর। এই দিনেই অন্ধকার নেমে এসেছিল কুড়মি সম্প্রদায়ের মানুষদের জীবনে। কোনও অজ্ঞাত কারণেই তপশিলি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল কুড়মি সমাজের মানুষদের। তারপর থেকেই প্রতিবছর এই দিনটি কালা দিবস হিসাবে পালন করে থাকেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। এ বছরও তার কিছু ব্যতিক্রম হয়নি। পুরুলিয়ার সাহেব বাঁধের পাড়ে রঘুনাথ মাহাতোর মূর্তি পাদদেশে জমায়েত হয় কয়েকশো কুড়মি সম্প্রদায়ের মানুষ।
সেখান থেকেই তারা মিছিল করে পুরুলিয়া জেলাশাসক দফতরের কাছে এসে সমবেত হয়। আর এই কালা দিবসের সমাবেশ থেকেই আগামী ২০-শে সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নামার কথাও জানান কুড়মি নেতৃত্বরা। এ বিষয়ে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাত জানান , এই দিনেই তাদেরকে সরকারিভাবে তপশিলি তালিকা থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এই দিনটিকে তারা কালা দিবস হিসাবে পালন করেন। শুধু পুরুলিয়া নয় তাদের কুড়মি সমাজের মানুষেরা যে সকল জায়গায় রয়েছে সেখানেই তারা তারা এই কালা দিবস পালন করছেন।
advertisement
advertisement
এই দিন থেকেই তারা প্রস্তুতি নেওয়া শুরু করলেন আগামী ২০ শে সেপ্টেম্বর তিন রাজ্যে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন গড়ে তোলার।দীর্ঘদিন ধরে এস টি তালিকাভুক্ত করার দাবিতে কুড়মিদের আন্দোলন চলছে। বহুবার তারা রেল ও সড়ক পথ অবরোধ করে সরকারের কাছে নিজেদের দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তারা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। তাই নিজেদের দাবিকে সামনে রেখে পুনরায় ২০-শে সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য রেল ও সড়ক পথ বন্ধ করে অবরোধে নামতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 06, 2023 10:39 PM IST









