Purulia News : পুরুলিয়ার বড়ন্তি পাহাড়ের কাছে দেখা মিলল হায়নার! চোরা শিকারিদের ফাঁদ থেকে উদ্ধার!
- Published by:Piya Banerjee
Last Updated:
Purulia News : বড়ন্তি পাহাড় সংলগ্ন বনাঞ্চল থেকে উদ্ধার প্রাপ্তবয়স্ক হায়না। পশুপাখি ও জীবজন্তুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!
পুরুলিয়া : উদ্ধার হল আস্ত একটি হায়না। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়ায়। বুধবার ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাতুরি ব্লকের বড়ন্তি পাহাড় সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদফতরের কর্মীরা। উদ্ধার করে নিয়ে যায় হায়নাটিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গ্রামের বেশকিছু মানুষ প্রতিদিনের মতো বুধবার সকালে কাঠ কুড়ানোর জন্য বরন্তি পাহাড়ের জঙ্গলে যায়। সেই সময় তারা দেখতে পায় চোরা কারবারিদের পাতা ফাঁদে আটকে রয়েছে আস্ত একটি হায়না।
তড়িঘড়ি তারা খবর দেয় বনদফতরে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর বনদফতরের আধিকারিকেরা ও সাতুড়ি থানার পুলিশ। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান , ইতিপূর্বেও বেশ কিছু হরিণ মৃত অবস্থায় ওই এলাকায় দেখতে পাওয়া গিয়েছিল। সরকারের থেকে প্রচেষ্টা চালানো হচ্ছে হরিণদের বংশবিস্তার করার জন্য। কিন্তু বারংবার চোরাকারবারিদের ফাঁদে পড়ে অবলা জীবজন্তুদের প্রাণ যাচ্ছে।
advertisement
advertisement
এ বিষয়ে রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জার অফিসার সন্দীপ ঘোষ বলেন , স্থানীয়দের মারফত খবর পাওয়ার মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর হয়নাটিকে উদ্ধার করা হয়। স্থানীয় ভাষায় এটি নেকড়ে বাঘ নামে পরিচিত। কারা এই হায়নাটিকে ফাঁদে ফেলার জন্য জাল বিছিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই এলাকার মানুষদের মনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে। জঙ্গলের জীবজন্তু ও পশু পাখির নিরাপত্তা নিয়েও যথেষ্ট সংশয় বাঁধছে গ্রামবাসীদের মনে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 8:04 PM IST