Accident news: ২১ শের সভা থেকে আর বাড়ি ফেরা হল না যুবকের! ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ

Last Updated:

একুশে জুলাইয়ের সভা থেকে ফেরার পথে বড়সড় বিপত্তি , ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা!

+
title=

পুরুলিয়া:  ২১ জুলাই কাতারে, কাতারে মানুষ ভিড় জমিয়ে ছিল ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ , লক্ষ তৃণমূল কর্মী সমর্থকেরা শহীদ দিবসের সভায় হাজির হয়েছিলেন। পুরুলিয়া জেলা থেকেও কয়েক লক্ষ তৃনমূল কর্মী সমর্থক ধর্মতলায় গিয়েছিলেন। তবে ফেরার পথে ঘটে যায় বিপত্তি। ধর্মতলার শহীদ সমাবেশ থেকে পুরুলিয়া ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়।
‌৫৭ জন তৃণমূল কর্মী জখম হয় ও ১ জন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। জানা গিয়েছে , পুরুলিয়ার বান্দোয়ান থেকে তৃণমূল সমর্থকদের নিয়ে একটি বাস কলকাতার শহীদ সমাবেশে গিয়েছিলেন। সেখান থেকেই ফেরার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের খড়্গপুরের রূপনারায়নপুর কাছে একটি টার্নিং-এ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি নয়ানজুলিতে। ঘটনায় বাসে থাকা যাত্রীরা যখম হন। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
advertisement
advertisement
সেইখানে মৃত্যু হয় বছর ৩০-এর বিকাশ টুডু নামে এক যুবকের। মৃত যুবকের বাড়ি পুরুলিয়ার বাড়ি বান্দোয়ান থানার ধডুংরি গ্রামে। পাশাপাশি ঘটনায় ৩৯ জন গুরুতর আহত হয়।
advertisement
এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সৌমেন বেলথড়িয়া বলেন , “সভা থেকে ফেরার পথে বাস উল্টে গিয়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। স্থানীয় নেতৃত্বরা দুর্ঘটনাগ্রস্থ কর্মীদের পাশে রয়েছে।” ঘটনায় মৃত তৃণমূল কর্মী বিকাশ টুডুর প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিভিন্ন সরকারি আধিকারিক-সহ জেলা তৃণমূল নেতৃত্বরা। দুর্ঘটনার কবলে পড়া তৃণমূল কর্মী সমর্থকদের সমস্ত দিক থেকে পাশে থাকতে দেখা গিয়েছে তৃণমূল নেতৃত্বদের।
advertisement
শমিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Accident news: ২১ শের সভা থেকে আর বাড়ি ফেরা হল না যুবকের! ভয়ঙ্কর দুর্ঘটনায় সব শেষ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement