Purulia News: ব্রিটিশ আমলের সাহেব বাঁধ বাঁচাতে কড়া পুরুলিয়া পুরসভা

Last Updated:

এই বাঁধের সৌন্দর্য চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। তবে ধীরে ধীরে সাহেব বাঁধের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে অবৈধ দোকান। ফলে ক্রমশই সৌন্দর্য হারাচ্ছিল সে। মুখ ফিরিয়ে নিচ্ছিলেন পর্যটকরা।

+
title=

পুরুলিয়া: ঐতিহ্যবাহী সাহেব বাঁধ ক্রমশই বিধ্বস্ত হয়ে পড়ছিল। দখলদারদের দাপাদাপিতে সৌন্দর্য নষ্ট হচ্ছিল তার। মুখ ফিরিয়ে নিতে শুরু করেছিলেন পর্যটকরা। সেই সাহেব বাঁধের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবার তৎপর হল পুরুলিয়া পুরসভা।
ব্রিটিশ আমলে পুরুলিয়া শহরে তৈরি হয় এই সাহেব বাঁধ। এই বাঁধের সৌন্দর্য চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন। তবে ধীরে ধীরে সাহেব বাঁধের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে অবৈধ দোকান। ফলে ক্রমশই সৌন্দর্য হারাচ্ছিল সে। মুখ ফিরিয়ে নিচ্ছিলেন পর্যটকরা। অবশেষে সাহেব বাঁধের পুরোনো অবস্থা ফিরিয়ে আনতে দখলদার উচ্ছেদের পথে হাঁটল পুরুলিয়া পুরসভা।
advertisement
advertisement
পুরসভার পক্ষ থেকে সাহেব বাঁধের পাড় দখল করে ব্যবসা করা দোকানদারদের সতর্ক করা হয়েছে। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি নিজে রাস্তায় নেমে দোকানদারদের সতর্ক করেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শহরবাসী। ‌এই বিষয়ে নবেন্দু মহালি বলেন, বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সাহেব বাঁধের ধারে রাস্তা দখল করে খুঁটি পুঁতে ত্রিপল টাঙিয়ে স্থায়ীভাবে দোকান লাগাচ্ছে অনেকে। এর ফলে বাঁধের সৌন্দর্য ঢাকা পড়ে যাচ্ছে। তাই তাঁদেরকে সতর্ক করা হয়েছে। বেশ কিছু নির্দেশও দেওয়া হয়। তাঁরা যদি পুরসভা সেই নির্দেশ না মানেন তবে আগামী দিনে পুরুলিয়া পুরসভা এই দোকানগুলি উচ্ছেদ করতে বাধ্য হবে।
advertisement
তবে শুধু সাহেব বাঁধই নয়, পুরুলিয়া শহরের বড় মসজিদ এলাকায় রাস্তা দখল করে ব্যবসা করা দোকানদারদের‌ও সতর্ক করা হয়। যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে পুরুলিয়া পুরসভার এহেন উদ্যোগ বলে জানা গিয়েছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: ব্রিটিশ আমলের সাহেব বাঁধ বাঁচাতে কড়া পুরুলিয়া পুরসভা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement