Purulia News: বিজেপির পঞ্চায়েত অফিসে তালা সিপিআইএম-এর! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Purulia News: কয়েকটা নাম যুক্ত হয়েছে এই দুর্নীতিতে। এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে।
পুরুলিয়া : আবাস যোজনা দুর্নীতি নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, ঠিক সেই সময় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে চলেছে সিপিআইএম নেতৃত্ব। বুধবার বিক্ষোভ তৃতীয় দিনে পদার্পণ করে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার হেশাহাতু গ্রাম পঞ্চায়েতে।
এ বিষয়ে সংগ্রাম কমিটির আহ্বায়ক পূর্ণচন্দ্র গোরাই ও হেশাহাতু অঞ্চল সম্পাদক সৃষ্টিধর মাহাত বলেন, গত ২রা জানুয়ারি ২০২৩ থেকে আমরা দলীয় ভাবে আবাস যোজনার বিষয়ে জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়। কিন্তু প্রধান কোনও উত্তর না দেওয়ায় আমরা পঞ্চায়েতে বাধ্য হয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। কারণ তালিকা প্রকাশের পরেও পরে দেখা যাচ্ছে বেশ কিছু নাম বাদ পড়েছে।
advertisement
advertisement
কয়েকটা নাম যুক্ত হয়েছে এই দুর্নীতিতে। এর থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে আবাস যোজনায় প্রচুর দুর্নীতি হয়েছে। এছাড়াও পাঁচ বছরের আবাস যোজনার হিসাব দিতে হবে বলে স্পষ্ট জানানো হয় সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও উত্তর মেলেনি বলে জানান তারা। যতক্ষণ না পর্যন্ত এই শাসক দলের পক্ষ থেকে কোনও সঠিক উত্তর পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে বলে স্পষ্ট জানিয়ে দেন তারা।
advertisement
আরও পড়ুন: আবাসে 'ঘুঘু' দেখতে বাংলায় কেন্দ্রীয় দল, সুকান্ত মজুমদারের ট্যুইটে বড় ইঙ্গিত! ব্যাপক আলোড়ন
দীর্ঘ তিন দিন ধরে পঞ্চায়েত বন্ধ থাকার ফলে। পঞ্চায়েত পরিষেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে এলাকাবাসীদের। যার ফলে বহু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এই দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হেশাহাতু অঞ্চল সম্পাদক সৃষ্টিধর মাহাতো , সংগ্রাম কমিটির আহ্বায়াক পূর্ণচন্দ্র গোরাই ও ডি ওয়াই এফ আই হেশাহাতু অঞ্চল সভাপতি দুর্গাচরণ মাহাত সহ বহু সিপিএম নেতাকর্মীরা।
view commentsLocation :
First Published :
January 05, 2023 12:58 PM IST