Purulia News: বাঘমুন্ডি বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে, গণ ইস্তফার হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষকদের!
Last Updated:
শুধুমাত্র নিম্নমানের পোশাক পরার জন্য এক পার্শ্ব শিক্ষককে ট্রেনিং চলাকালীন বের করে দেন বাঘমুন্ডির বিডিও দেবরাজ রায়।
পুরুলিয়া : চলতি মাসের ৭ তারিখ পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ চলাকালীন হাওয়াই চপ্পল ও নিম্নমানের পোশাক পরার অপরাধে এক পার্শ্ব শিক্ষককে প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বাগমুন্ডি ব্লকের বিডিও দেবরাজ ঘোষের বিরুদ্ধে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি কড়া হুঁশিয়ারি দিয়েছিল বিডিও দেবরাজ ঘোষকে পার্শ্ব শিক্ষক রাজেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথা বিডিও অফিস ঘেরাও করারও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।
ঘটনার পর বিডিওর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য জেলাশাসকের দ্বারস্থ হন ওই পার্শ্বশিক্ষক রাজেশ বন্দ্যোপাধ্যায়। এরই পরিপ্রেক্ষিতে জেলাশাসক রজত নন্দা বিডিও দেবরাজ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তা জানতে চেয়ে বুধবার জেলাশাসক রজত নন্দার সঙ্গে দেখা করেন রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির সদস্যরা। জেলাশাসক আগামী দিনে উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পাশাপাশি গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
advertisement
advertisement
আরও পড়ুন, এবার লক্ষ্য কালীঘাট! চাকরিপ্রার্থীদের তুমুল বিক্ষোভ, পরের কাণ্ড মারাত্মক
এ বিষয়ে পার্শ্বশিক্ষক রাজেশ বন্দ্যোপাধ্যায় বলেন মাত্র ৯,২০০ টাকা বেতন পান তারা। এই বেতনে ভালো জামা কাপড় ও জুতো পরা তার পক্ষে কার্যত অসম্ভব। তাই তার সাথে যে অন্যায় হয়েছে জেলাশাসক যাতে বিষয়টি বিবেচনা করে দেখেন তার আবেদন জানান তিনি।
advertisement
যে রাজ্যের মুখ্যমন্ত্রী হাওয়াই চটি ও অতি সাধারণ পোশাক পরে সর্বত্র জায়গায় নিজের দায়িত্ব পালন করে চলেছেন সেই রাজ্যে একজন পার্শ্ব শিক্ষকের সাথে এহেন অমানবিক আচরণে অবাঞ্ছনীয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view commentsLocation :
First Published :
November 16, 2022 9:09 PM IST